Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ২১:৫২ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ০০:৩২

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সূচনাটা হলো দুর্দান্ত। ব্যাট-বল দুই বিভাগেই দাপুটে ক্রিকেট খেলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

১১৩ বল হাতে রেখে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। বোলিংয়ে দাপট দেখিয়ে পাকিস্তানকে ১২৯ রানেই আটকে রেখেছিল বাংলাদেশ। পরে অভিষিক্ত রুবাইয়া হায়দার ঝিলিকের ঝলক দেখানো এক ফিফটিতে বড় জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ ফারজানা হক পিংকিকে হারায় বাংলাদেশ। তিনে নেমে থিতু হতে চেয়ে পারেননি শারমিন আক্তার সুপ্তা। ফিরেছেন ৩০ বলে ১০ রান করে। দলীয় ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে দারুণ একটা জুটি পেয়েছে টাইগ্রেসরা।

বিজ্ঞাপন

অভিষিক্ত ঝিলিককে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৪৪ বলে ২৩ রান করে জ্যোতি ফিরলেও জিততে সমস্যা হয়নি বাংলাদেশের। সোবহানা মুশতারিকে নিয়ে বাকি কাজটা সেড়েছেন ঝিলিক।

৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩১ রান তুলে ফেলে বাংলাদেশ নারী দল। দলের জয় নিশ্চিত হওয়ার সময় ৭৭ বলে ৮টি চারে ৫৪ রানে অপরাজিত ছিলেন ঝিলিক। ১৯ বলে ৬টি চারে ২৪ রানে অপরাজিত ছিলেন মুশতারি।

এর আগে বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেছে। বাংলাদেশের বোলিং ইনিংসের শুরুটা হয় উড়ন্ত। তরুণ পেসার মারুফ আক্তার ইনিংসের প্রথম ওভারের শেষ দুই ডেলিভারিতে দুর্দান্ত দুটি সুইং ডেলিভারিতে প্রতিপক্ষ ব্যাটারের স্ট্যাম্প উপড়ে ফেলেন।

এই দুই আউটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল। মাঝের ওভারগুলোতে নাহিদা আক্তার, রাবেয়া আক্তাররা নাচিয়ে ছেড়েছেন পাকিস্তানিদের। শেষ দিকে লেগ স্পিনার স্বর্ণা আক্তার টপাটপ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে বড় স্কোর গড়তে দেয়নি।

বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের মুখে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন মিডল অর্ডার ব্যাটার রামিন শামিম। অধিনায়ক ফাতিমা সানা ২২ রান করেছেন।

বাংলাদেশ নারী দলের হয়ে ৫ রানে ৩ উইকেট নিয়েছেন লেগ স্পিনার স্বর্ণা আক্তার। মারুফা আক্তার ২১ রানে ও নাহিদা আক্তার ২২ রানে ২টি করে উইকেট নিয়েছেন। নিশিতা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান প্রত্যেকে পেয়েছেন ১ উইকেট করে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর