Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানান নাটকীয়তার মধ্যে বিসিবির নির্বাচন আজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১০:১৩ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১১:২৩

নানান বিতর্ক, নাটকীয়তা, আইনি জটিলতা আর প্রার্থিতা প্রত্যাহারের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ। সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

নির্বাচন কমিশনের হিসেব মতে, মোট ভোটার বা কাউন্সিল ১৫৭ জন। মোট প্রার্থি ২৮ জন। তাদের মধ্যে থেকে কাউন্সিলদের ভোটে নির্বাচিত হবেন ১৭ জন পরিচালক।

উল্লেখ্য, নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও দুর্নীতির অভিযোগ এনে সভাপতিপ্রার্থী তামিম ইকবালসহ ১৫ জন প্রার্থি নাম প্রত্যাহার করে নিয়েছেন আগেই। ফলে আজকের নির্বাচনটা অনেকটাই একতরফা।

বিসিবির নির্বাচন নিয়ে নানান অভিযোগ শোনা গেছে নিয়মিত। কাউন্সিল নির্বারণে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন তামিম ইকবাল প্যানেল। এদিকে, সংবাদমাধ্যমে খবর প্রচার হয়েছে গতকাল রাতে বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে যে ১৫টি ক্লাবের ভোটাধিকার বাতিল হয়েছিল। গতকাল আদালতের এক আদেশে ক্লাবগুলোর ভোটাধিকার পুনর্বহাল হয়েছে। অর্থাৎ এখন তারাও ভোট প্রদান করতে পারবে। এদিকে, এই রায়ের ফলে বিসিবির পরিচালনা পর্যদের প্রভাবশালী পরিচালক ইফতেখার রহমান মিঠুর নির্বাচনে অংশ নিতে আর কোনো বাঁধা নেই।

উল্লেখ্য, অনেকজন প্রার্থি প্রার্থিতা প্রত্যাহার করায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ছয়জন বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। আজ এই ক্যাটাগরি থেকে আরও চারজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার কথা।

ক্যাটাগরি-২ (ঢাকা মহানগরের ক্লাব) থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩ (অন্যান্য) থেকে একজন পরিচালক নির্বাচিত হবেব। আর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে সরাসরি দুজন পরিচালক নির্বাচিত হবেন। সব মিলিয়ে ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদ। তাদের ভোটে পরে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন হবে। তাদের নেতৃত্বেই আগামী চার বছর বিসিবির পরিচালনা কার্য চলার কথা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর