Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় আম্পায়ারের দুটি বিতর্কিত সিদ্ধান্ত, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হার

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ০৮:০৬ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১০:৪৫

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমে ব্যাট করে ১৭৮ রান তোলা বাংলাদেশ পরে ১০৩ রানে ইংল্যান্ডের ৬ উইকেট ফেলে দিয়েছিল। ইংলিশদের হারানোর স্বপ্ন তখন ধীরে ধীরে বড় হচ্ছিল। তবে শেষ পর্যন্ত স্বপ্ন সত্যি হয়নি। ইংল্যান্ডের হিদার নাইট একপ্রান্ত আগলে রেখে ইংলিশদের জিতিয়েছেন। ওয়ানডে বিশ্বকাপে তুমুল লড়াইয়ের ম্যাচটা শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতেছে ইংল্যান্ড নারী ক্রিকেট দল।

এই হিদার নাইট দুবার বেচে গেছেন ভারতীয় টিভি আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালানের দুটি বিতর্কিত সিদ্ধান্তে। প্রথমে বেচে যান শূণ্য রানে, দ্বিতীয়বার ব্যক্তিগত ১৩ রানে। ম্যাচ হারের পর তাই সেই দুই বিতর্কিত সিদ্ধান্তের কথাই উঠছে বারবার। হিদার নাইট ১১১ বল খেলে ৮টি চার ১টি ছক্কায় ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন।

বিজ্ঞাপন

হিদারের বিপক্ষে প্রথম আউটের আবেদন ইনিংসের তৃতীয় ওভারে। মারুফা আক্তারের কট বিহাইন্ডের আবেদনে আউট দেন ফিল্ড আম্পায়ার। কিন্তু টিভি আম্পায়ার গায়াত্রী ভেনুগোপালান আলট্রাএজে ‘যথেষ্ট প্রমাণ না পাওয়া’য় নট আউট সিদ্ধান্ত দেন। ইনিংসের ১৫তম ওভারেও ফিরতে পারতেন হিদার নাইট। ফাহিমা খাতুনের বলে এক্সট্রা কাভারে হিদারের ক্যাচ নিয়েছিলেন স্বর্ণা আক্তার। কিন্তু টিভি আম্পায়ার গায়াত্রী বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে নিশ্চিত হতে না পারায় সেই আবেদনও নাকচ করে দেন।

অল্প পুঁজি নিয়ে বোলিং করতে নেমে বাংলাদেশের শুরুটা দুর্দান্ত হয়েছে। সেই মারুফা আক্তারের হাত ধরেই। এই ম্যাচেও গতি আর বড় বড় সুইংয়ে মুগ্ধ করেছেন সবাইকে। দলীয় ২৫ রানেই ইংল্যান্ডের ২ উইকেট তুলে নেন মারুফা। দুর্দান্ত বোলিং করেছেন ফাহিমা খাতুনও। ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তবে বাংলাদেশের দুর্ভাগ্য মারুফা ৫ ওভারের বেশি বোলিং করতে পারেননি। ৫ ওভারে ২৮ রান খরচায় ২ উইকেট এনে দেওয়ার পর চোট পেয়ে মাঠ ছাড়েন মারুফা। পরে আর মাঠে ফিরতে পারেননি।

হিদার নাইটের প্রতিরোধে ৪৬.১ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৮২ রান তুলে ফেলে ইংল্যান্ড নারী দল। এর আগে বাংলাদেশের হয়ে দারুণ একটা হাফ সেঞ্চুরি করেছেন সুবহানা মুস্তারি। শেষ দিকে রাবেয়া খান মাত্র ২৭ বলে ৬টি চার ১টি ছয়ে ৪৩ রান করলে ১৭৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

নারী বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১০ অক্টোবর, প্রতিপক্ষ নিউজিল্যান্ড নারী দল।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর