Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিশাল হার

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ২৩:০৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০১:১০

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিক্ষে হয়েছে হাড্ডাহাড্ডি লাড়াই। আম্পায়ারিং বিতর্ক না হলে ম্যাচটা বাংলাদেশ জিততেও পারত। তবে তৃতীয় ম্যাচ এসে নিউজিল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারল না বাংলাদেশ নারী দল!

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। ১০০ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাটিং করে ২২৭ রান তোলে নিউজিল্যান্ড নারী দল। পরে বাংলাদেশ গুটিয়ে গেছে ১২৭ রানে।

শুক্রবার (১০ অক্টোবর) ভারতের গুয়াহাটিতে নিউজিল্যান্ডের ২২৭ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটারের একজনও নিজেদের স্কোর ৫ পর্যন্তও নিতে পারেননি। দলীয় ৩৩ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

এরপর আর ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল বা কজন। ছয় নম্বরে নামা ফাহিমা খাতুন কিছুটা লড়াই করে হারের ব্যবধান কমিয়েছেন। বলার মতো রান পেয়েছেন নয় নম্বরে নামা রাবেয়া খানও। ৮০ বলে ২টি চারে ৩৪ রান করেছেন ফাহিমা। রাবেয়া ৩৯ বলে ২৫ রান করেন।

এর আগে বল হাতেও দারুণ পারফর্ম করেছেন রাবেয়া। ১০ ওভারে ৩০ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। নিউজিল্যান্ড নারী দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২২৭ রান।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর