Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিশাদকে নিয়ে উচ্ছ্বসিত মুশতাক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৫:৪১

সময়ের হিসেবে প্রায় সাড়ে ৩ মাস পর ওয়ানডেতে জয়ের দেখা পেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৭ রান করেও জিতেছে বাংলাদেশ। জয়ের নায়ক রিশাদ হোসেন।

ছোট পুঁজি নিয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে লেগস্পিনার রিশাদের ঘূর্ণি জাদুতেই। বাংলাদেশের ২০৭ রানের জবাব দিতে নেমে ১০০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচটি উইকেটই নিয়েছিলেন রিশাদ। পরে আরও এক উইকেট নিয়ে রীতিমতো একাই ধসিয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের।

আগুন ঝড়ানো বোলিং করা রিশাদের প্রসংশায় পঞ্চমুখ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। বলেছেন, রিশাদ মারাত্মক একজন লেগস্পিনার, বলেছেন মুশতাক।

বিজ্ঞাপন

আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। তার আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন কোচ কথা বলেছেন। রিশাদকে নিয়ে বলতে গিয়ে তিনি এটাও বলেছেন, রিশাদ অবশ্যই টেস্ট খেলবেন।

মুশতাক বলেন, ‘আমি ১০০% আশা করি (রিশাদ টেস্টে খেলবে)। শেষ চার উইকেট, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে যারা শেষ দিকেও ভালো ব্যাট করতে পারে।’

‘রিশাদের মতো উচ্চতা এবং বাউন্সসহ একজন লেগ-স্পিনার যিনি ভালো ফুল ডেলিভারি করতে পারেন, তিনি খুব মারাত্মক হতে পারেন। শেষ চার ব্যাটসম্যান তার রং আর্ম পড়তে পারবে না। টেস্ট ক্রিকেটের জন্য সে খুব ভালো হতে পারে, কিন্তু তাকে ভালো ওভার করে সেই জায়গা অর্জন করতে হবে।’- বলেছেন পাকিস্তানি এই কোচ।

মিরপুরে পিচে রিশাদ খুব ভালো বোলিং করেছেন বলেছেন মুশতাক, ‘কোচিং দৃষ্টিকোণ থেকে আমার কথা হলো প্রক্রিয়া ধরে রাখা। এই পিচগুলো কখনও কখনও আপনাকে আপনার কমফোর্ট জোন এবং প্রক্রিয়া থেকে বের করে নিয়ে যেতে পারে। বোলার (রিশাদ হোসেন) খুব ধারাবাহিকভাবে ভালো লাইন ও লেংথে বল করেছে।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর