বাহরাইনে চলতি এশিয়ান যুব গেমসে কাবাডি ইভেন্টে বাংলাদেশ পুরুষ দল শ্রীলঙ্কার বিপক্ষে ৫১-৪০ পয়েন্টে জয় পেয়েছে। এই জয়ে পদকের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ।
পুরুষ কাবাডিতে এবারে অংশ নিচ্ছে সাতটি দেশ। প্রতিটি দল খেলবে ছয়টি করে ম্যাচ। গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ চারটি দল পাবে পদক। বাংলাদেশ এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে, যার মধ্যে দুটি ম্যাচে জয় এবং একটি ম্যাচ হেরেছে।
প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে হেরে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তবে রাতের দ্বিতীয় ম্যাচেই ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। আজকের জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়ে দলটি পয়েন্ট টেবিলে এগিয়ে গেল পদকের দৌড়ে।
অন্যদিকে নারী কাবাডি দলে এখনো জয়ের দেখা মেলেনি। পাঁচ দলের এই ইভেন্টে প্রথমে ভারতের বিপক্ষে এবং আজ থাইল্যান্ডের বিপক্ষেও পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তারা ৩০-৩৮ পয়েন্টে হেরে যায়।
তবে নারী ইভেন্টে ব্রোঞ্জ জয়ের সম্ভাবনা এখনো টিকে আছে। ৫ দলের মধ্যে শীর্ষ চারটি দল পদক পাবে। আগামীকাল শ্রীলঙ্কাকে হারাতে পারলে পদক জয়ের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।
এশিয়ান যুব গেমসে বাংলাদেশ অংশ নিচ্ছে মোট ১৩টি ডিসিপ্লিনে। তবে বাস্তব পদক সম্ভাবনা মূলত কাবাডিতেই দেখা যাচ্ছে। আগামীকাল পুরুষ দল থাইল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে।