চলতি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এখন পর্যন্ত সেরা পারফরমার বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। দুই ম্যাচে ৯ উইকেট নেওয়ার পাশাপাশি রিশাদ ব্যাট হাতেও রান করেছেন। দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন রিশাদ।
আইসিসি সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ৬৫ ধাপ এগিয়েছেন রিশাদ। র্যাংকিংয়ে উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়দেরও।
বুধবার (২২ অক্টোবর) র্যাংকিংয়ের সপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডের বোলিং র্যাংকিংয়ে ৬৫ ধাপ এগিয়ে যৌথভাবে ৬৬ নম্বরে উঠে এসেছেন রিশাদ। তবে ওয়ানডেতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে মেহেদি হাসান মিরাজ।
৬ ধাপ এগিয়ে ১৮তম অবস্থানে উঠে আসা মিরাজই বাংলাদেশি বোলারদের মধ্যে সবার এগিয়ে। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুই ম্যাচে মিরাজ উইকেট পেয়েছেন ১টি। ১ ম্যাচ খেলে ২ উইকেট পাওয়া নাসুম আহমেদ ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭১তম অবস্থানে।
ব্যাটারদের মধ্যে ৭ ধাপ উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়ের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচে ৩১.৫০ গড়ে ৬৩ রান করা হৃদয় উঠে এসেছেন ৩৫ নম্বর অবস্থানে। পাঁচ ধাপ এগিয়ে সৌম্য সরকার উঠে এসেছেন ৮৬তম অবস্থানে।
টেস্ট র্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেওয়া শাহিন তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯তম অবস্থানে।
লাহোর টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়া স্পিনার নোমান আলী চার ধাপ এগিয়ে উঠে এসেছেন দুই নম্বরে। ব্যাটিংয়ে লাহোর টেস্টের ফিফটি পাওয়া মোহাম্মদ রিজওয়ান চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬তম অবস্থানে।