Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ রেকর্ডে পর্দা নামল জাতীয় সাঁতারের, সবার ওপরে নৌবাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ২২:১৪ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ০৯:২৩

মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। এবারের আসরে মোট ২০টি নতুন জাতীয় রেকর্ড গড়ে ইতিহাস হয়েছে। পদক জয়েও একচেটিয়া আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ নৌবাহিনী, যারা ৩৫টি স্বর্ণ, ২৩টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জসহ মোট ৬৯টি পদক জিতে দলীয় চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ১০ স্বর্ণ, ২১ রৌপ্য ও ২৯ ব্রোঞ্জ জিতে রানার্সআপ এবং বিকেএসপি ৪ স্বর্ণ, ৫ রৌপ্য ও ৯ ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। বাংলাদেশ পুলিশ ওয়াটার পোলোতে একটি ব্রোঞ্জ পদক জিতে চতুর্থ হয়।

শেষ দিনে অনুষ্ঠিত হয় ৯টি ইভেন্ট, যেখানে নতুন রেকর্ড হয় পাঁচটিতে। আগের তিন দিনে সামিউল ইসলাম রাফি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু, তবে শেষ দিনে নজর কাড়েন তার সতীর্থ কাজল মিয়া। তিনি দুটি ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েন—৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৪ মিনিট ৩৯.৮৬ সেকেন্ড সময় নিয়ে জুয়েল আহমেদের পুরনো রেকর্ড (৪:৪৬.১৩) ভেঙে দেন এবং ৪০০ মিটার ফ্রিস্টাইলে নিজের আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেন ৪ মিনিট ৬.৪৪ সেকেন্ডে। এবারের আসরে মোট চারটি জাতীয় রেকর্ডের মালিক হয়েছেন কাজল মিয়া।

বিজ্ঞাপন

তবে শেষ দিনে কিছুটা অঘটন ঘটে ৫০ মিটার ফ্রিস্টাইলে, যেখানে রেকর্ডবয় সামিউল ইসলাম রাফি দ্বিতীয় হন, স্বর্ণ জেতেন তারই সতীর্থ আসিফ রেজা।

নারী সাঁতারুরাও পিছিয়ে থাকেননি। বিকেএসপির জুঁই আক্তার ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে (৫:৩৭.০১ মিনিট) নতুন জাতীয় রেকর্ড গড়েন। নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর যুথী আক্তার এবং চার গুণ ১০০ মিটার মিডলে রিলে দল নতুন জাতীয় রেকর্ড স্থাপন করে।

পুরুষ বিভাগে সামিউল ইসলাম রাফি ৬টি স্বর্ণ ও ১টি রৌপ্যসহ ৬টি নতুন রেকর্ড গড়ে ‘সেরা সাঁতারু’ নির্বাচিত হন। নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার ৫ স্বর্ণ, ৩ রৌপ্য ও ৩টি নতুন রেকর্ড গড়ে হন ‘সেরা নারী সাঁতারু’।

ডাইভিংয়ে পুরুষ বিভাগে নৌবাহিনীর ইমন হোসেন ১ স্বর্ণ ও ১ রৌপ্য পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। নারী বিভাগে বিকেএসপির নন্দিনী পাহান তিনটি স্বর্ণ জিতে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান। ওয়াটার পোলোতে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং নৌবাহিনী রানার্সআপ হয়। ডাইভিংয়ে চ্যাম্পিয়ন নৌবাহিনী, রানার্সআপ বিকেএসপি।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, ‘আমাদের সাঁতারুরা এখন আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত অংশ নিচ্ছে। এসএ গেমসের প্রস্তুতি ভালোভাবে চলছে। ২০টি নতুন জাতীয় রেকর্ড প্রমাণ করে, আমরা সঠিক পথে এগোচ্ছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। অনুষ্ঠানে নৌবাহিনী ও ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো