আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ডামাডোল বেজে উঠেছে। ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজি নির্ধারণ হয়েছে। দলগুলোর নামও চূড়ান্ত হয়েছে। দলগুলো এখন নিশ্চয় নিজেদের শক্তি বাড়াতে ঝাঁপিয়ে পড়বে। শোনা যাচ্ছে, কয়েকটি দল কোচিং পদে বড় নাম পেতে মরিয়া।
গত আসরে রংপুর রাইডার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মিকি আর্থার। শোনা যাচ্ছে, এবারও হ্যাভিওয়েট এই কোচকে ধরে রাখবে রংপুর।
গত আসরে ঢাকা ক্যাপিটালসের কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। দেশের ক্রিকেটের সফল এই কোচের এবার ঢাকার ডাগআউটে না থাকার সম্ভবনাই বেশি। ঢাকার পক্ষ থেকে সুজনের সঙ্গে এখনো কোনো ধরনের যোগাযোগই করা হয়নি। শোনা যাচ্ছে, কোচের পদে বড় কোনো বিদেশি নাম চাইছে ঢাকা।
তবে নাবিল গ্রুপের রাজশাহীর কোচের দায়িত্বে হান্নান সরকার অনেকটাই চূড়ান্ত। জানা গেছে, দেশীয় এই কোচের সঙ্গে কথাবার্তা পাকা রাজশাহীর। এখন শুধু আনুষ্ঠানিকতাটাই বাকি।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৭ তারিখে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ১৯ ডিসেম্বর আর ফাইনাল ১৬ জানুয়ারী। আগের বারের মতো এবারও বিপিএল হবে তিন ভেন্যুতে- ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।