যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রমটি পরিচালনা করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি।
রোববার (৯ নভেম্বর) বিকেএসপিতে প্রথম ব্যাচের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামসহ অন্যরা।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের বক্তব্যে বলেন, আত্মসুরক্ষার প্রশিক্ষণের জন্য ২৭ কোটি টাকা ব্যয়ে ২ বছর ৬ মাস মেয়াদী প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পের আওতায় বিকেএসপির ৭টি আঞ্চলিক শাখার মাধ্যমে ৮৮৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এই প্রকল্পে যুবদের জুডো, কারাতে, তায়কোয়নডো ও শুটিং (এয়ার গান) বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। যুবদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক ভারসাম্য অর্জন, শৃংখলা ও আত্মনিয়ন্ত্রণ, শারীরিক সক্ষমতা অর্জন এবং জীবনে ইতিবাচক প্রভাব বিস্তারের লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
তিন বছরে ১০২টি ব্যাচে ৮২৫০ জন যুবক ও ১২টি ব্যাচে ৬০০ জন যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের আবাসন, আহার, ট্র্যাকসুট, টি-শার্ট, কেডস, প্রশিক্ষণ ভাতা এবং সার্টিফিকেট প্রদান করা হবে।