Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ ফারুক আহমেদের হার্ট অ্যাটাক, পরানো হয়েছে রিং

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ২২:৩১

হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সহ-সভাপতি ফারুক আহমেদের। তবে এই মুহূর্তে অবস্থা স্থিতিশীল। তার হার্টে রিং পরানো হয়েছে।

জানা যায়, গতকাল রাত থেকেই অসুস্থ অনুভব করছিলেন ফারুক আহমেদ। আজ বোর্ডের ক্রিকেট কনফারেন্সে অংশ নিতে পারেননি সেই কারণেই।

দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তার এনজিওগ্রাম করা হয়। পরে ব্লক ধরা পড়লে রিং পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা নাগাদ রিং পরানো সম্পন্ন হয়েছে ফারুক আহমেদের। বর্তমান অবস্থা স্থিতিশীল। আগামীকাল তাকে কেবিনে দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

গত ৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। তার আগে নাজমুল হোসেন পাপনের স্থলাভিষিক্ত হিসেবে ২০২৪ সালের আগস্টে সভাপতি হয়েছিলেন তিনি। ৯ মাস সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

সারাবাংলা/এসএইচএস