Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালাউদ্দিনের চলে যাওয়া নিয়ে যা বললেন শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ২২:১৪

বিতর্কের মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দেশের পরিচিত কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ শেষে বিদায় নিবেন তিনি। সালাউদ্দিনের সরে দাঁড়ানো নিয়ে নানান জন নানান কথা বলছেন। এদিকে, জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, সালাউদ্দিনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালোই ছিল তাদের।

আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। আজ শান্তর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে উঠল সালাউদ্দিন প্রসঙ্গও।

এই প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘পদত্যাগের বিষয়টি তো উনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ডের সঙ্গে কী আলোচনা হয়েছে, এ নিয়ে আমার ধারণা নেই। এটা সালাউদ্দিন স্যার বলতে পারবেন। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আমি আশা করি বোর্ড ও তার মধ্যে ভালো আলোচনা হবে।’

বিজ্ঞাপন

সালাউদ্দিনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালোই ছিল বলেছেন শান্ত, ‘যতদিন কাজ করেছি উপভোগ করেছি। স্যার প্রত্যেক ক্রিকেটারকে সমানভাবে দেখার চেষ্টা করেন, সবাইকে প্রাধান্য দেন, যার যার ঘাটতি অনুযায়ী কাজ করেন। এই জায়গায় একটা গ্যাপ থেকে যায়। বাইরে থেকে অনেক কিছু মনে হয়, আমরা যা শুনছি, সব কিছুর সত্যতা নেই।’

‘(সালাউদ্দিনের কাজে) সব ক্রিকেটার খুশি ছিলাম, সাম্প্রতিক যত সিরিজে আমি ছিলাম। উপভোগ করেছি। এবং উনি যতটুকু কাজ করেছেন খুবই ভালো কাজ করেছেন।’- যোগ করেন শান্ত।