Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধিনায়কত্ব ছেড়েও কেন আবার দায়িত্ব নিতে রাজি হলেন শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ০২:১৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ০২:২৩

গত জুনে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক সেই শান্তই! মাঝের সময়টাতে টেস্ট ছিল না বলে অন্য কোনো অধিনায়কও ঘোষণা করেনি বাংলাদেশ।

দায়িত্ব ছেড়ে আবারও নতুন করে দায়িত্ব নেওয়ার কারণ জানালেন নাজমুল হোসেন শান্ত। বলেছেন, ব্যক্তি শান্ত কী সিদ্ধান্ত নিচ্ছে তার চেয়ে দল বড়।

জুনে শান্ত স্বাভাবিক প্রক্রিয়ায় অবশ্য নেতৃত্ব ছাড়েননি। একটা সময় জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন তিনি। বোর্ডের চাওয়ায় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন। পরে ওয়ানডে দলের নেতৃত্বও তাকে বাদ দিয়ে মেহেদি হাসান মিরাজকে দেওয়া হয়। তারপর শুধু টেস্ট দলের অধিনায়ক থাকতে চাননি শান্ত, করেছিলেন পদত্যাগ।

বিজ্ঞাপন

বিসিবির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল নতুন করে আবারও নেতৃত্ব নিতে শান্তকে বুঝানোর চেষ্টা করা হচ্ছে। সেই বুঝানোতে অবশ্য কাজ হলো!

পূনরায় নেতৃত্ব নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেন, ‘কিছু দিন অধিনায়ক ছিলাম না। ওই সময় রিল্যাক্স ছিলাম, উপভোগ করেছি। ভালো সময় কেটেছে। ক্রিকেট বোর্ড আমার সঙ্গে যেভাবে যোগাযোগ করেছে, সবার সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। একটা সময় মনে হয়েছে, ব্যক্তি নাজমুল হোসেন শান্তর চেয়ে বাংলাদেশ দল অনেক বড়। আমার চিন্তা থেকে বড় চিন্তা হলো যে, আসলে বাংলাদেশ দলের কী প্রয়োজন।’

শান্ত আরও যোগ করেন, ‘যেখানে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের এত বড় বড় কর্মকর্তা বা সাবেক ক্রিকেটার যারা বোর্ডে আছে, তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন, অবশ্যই এটা দলের ভালোর জন্য, আমার নিজের ভালোর জন্য। তাই ওই আলোচনাটাকে আমি পুরোপুরি সম্মান দিয়েছি। যদি এক কথায় বলি যে আমার মনে হয়েছে, ব্যক্তি নাজমুল হোসেন শান্ত থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত। তাই আমি দলটাকে আগে রেখে আমি আবার এই সিদ্ধান্তে এসেছি।’- যোগ করেছেন শান্ত।

এই মুহূর্তে বাংলাদেশ দলে তিন ফরম্যাটে তিন অধিনায়ক। শান্ত টেস্টে, মিরাজ ওয়ানডেতে আর লিটন দাস টি-টোয়েন্টিতে। শান্ত জানালেন, বাকি দুই জনের সঙ্গে আলাপ হয়েছে তার। লিটন-মিরাজের সঙ্গে তার যোগাযোগটা ভালো, বলেছেন শান্ত।

শান্ত বলেন, ‘ক্রিকেট বোর্ডের সঙ্গে সুন্দর আলাপ হয়েছে আমার। তো এই এই জিনিসগুলো যদি আসে, তারা পাশে থাকবেন, এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, বাকি যে দুই অধিনায়ক আছে, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমরা একসঙ্গে বসে আলোচনা করেছি যে, দলটাকে কীভাবে আমরা এগিয়য়ে নিয়ে যেতে পারি, কী কী জায়গায় আমাদের উন্নতি দরকার আছে।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর