তিন দিনেই চট্টগ্রাম টেস্টে জয় দেখছে বাংলাদেশ। তাতে বড় অবদান তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ের। আয়ারল্যান্ডকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ৮ উইকেটে ৫৮৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। মাহমুদুল হাসান ১৭১ রানের ঝলমলে একটা ইনিংস খেলেন।
তার ২৮৬ বলের ইনিংসটাতে চার ১৪টি, ছক্কা ৪টি। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন মাহমুদুল হাসান। সেটাও সাড় তিন বছরেরও বেশি সময় ধরে। আজ সেই আক্ষেপটা ঘুচেছে। তবুও মন খারাপ মাহমুদুল হাসানের।
কারণ ডাবল সেঞ্চুরির সম্ভবনা দেখাচ্ছিল মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং। তবে হতাশ করেছেন মাহমুদুল। ব্যাক্তিগত ১৭১ রানের মাথায় আউট হয়েছেন তরুণ ওপেনার। মন খারাপ সেই কারণেই।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই একটু হতাশ। কারণ আমার জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি হতে পারত যদি আমি শেষ পর্যন্ত ক্যারি করতে পারতাম। আমি বলব, একটু হতাশ যে শেষ পর্যন্ত পারিনি।’
গত শ্রীলংকা সিরিজে দল থেকে বাদ পরেছিলেন। ফিরেই করলেন বাজিমাত। তরুণ ওপেনার বলছেন, ‘সব মিলিয়ে বলব, আমি খুশি। কারণ অনেক দিন পর দলে ফিরে বড় ইনিংস খেলতে পেরেছি। তবে যদি ডাবল সেঞ্চুরি হতো, আরও ভালো লাগত। ওই দিক থেকে একটু হতাশ।’
‘আসলে এনসিএল টি-টোয়েন্টির সেঞ্চরি থেকে আমি নিজেকে আরও বুস্টআপ করতে পেরেছি। কারণ ওইখানে খুব ভালো পারফর্ম হয়েছে। এরপর এনসিএল চারদিনের ম্যাচেও ভালো পারফর্ম ছিল। সুতরাং আমি চেষ্টা করেছি ওইখানে যেমন ইনিংসটা ক্যারি করতে পেরেছি, এখানে এসেও একই কাজটা করি। ভিন্ন কিছু করব না, শুধু এনসিএলে যেভাবে খেলে এসেছি ওইভাবে ক্যারি করব।’ যোগ করেছেন তিনি।