Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিংয়ে গেলে নিজেকে অধিনায়ক মনে করেন না শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ২০:২৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ২৩:০৬

কয়েক মাস আগে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পরে অনেক বুঝিয়ে তাকে আবার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্তর দ্বিতীয় অধ্যায়ের শুরুটা দারুণ হলো বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৪৭ রানে জিতেছে বাংলাদেশ। তাতে শান্ত বড় অবদান।

১১৪ বলে ১০০ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। চলতি বছর এ নিয়ে চতুর্থ সেঞ্চুরি পেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ক্যারিয়ারে অষ্টম। ৩৮ টেস্টের ক্যারিয়ারে শান্তর ফিফটির চেয়ে সেঞ্চুরিই বেশি। সেঞ্চুরি ৮টি আর ফিফটি ৫টি। যার বেশিরভাগই পেয়েছেন অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে।

অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে অনেকে পারফরম্যান্স নিম্নগামী হয় কিন্তু শান্তর উর্ধ্বগামী। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বললেন, যখন ব্যাট হাতে ক্রিজে যান তখন মনেই করেণ না তিনি অধিনায়ক। তার এতো সাফল্যের কারণ এটিই।

বিজ্ঞাপন

শান্ত বলেন, ‘আমি সব সময়ই বলি, ব্যাট হাতে ক্রিজে নামলে নিজেকে শুধু ব্যাটার হিসেবেই ভাবি। তখন একবারও মনে হয় না যে আমি অধিনায়ক হিসেবে খেলছি। কীভাবে ব্যাটার হিসেবে দলের জন্য অবদান রাখতে পারি—সেটাতেই মনোযোগ থাকে। আর মাঠের বাইরে বা ফিল্ডিংয়ের সময় অধিনায়ক হিসেবে দায়িত্বটা পালনের চেষ্টা করি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিটার প্রসঙ্গে শান্ত বলেন, ‘এই ইনিংস নিয়ে যদি বলি, আমি যেসব খারাপ বল পেয়েছি, সেগুলোকে কাজে লাগাতে পেরেছি। এটা ছিল ইতিবাচক দিক এবং ফোকাস সব সময়ই এদিকেই থাকে। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ বল খুব কমই আসে। তাই যেসব খারাপ বল আসে, সেগুলো যতটা সম্ভব ভালোভাবে কাজে লাগানো গুরুত্বপূর্ণ। সেটা করতে পেরে ভালো লাগছে।’

নেতৃত্ব ছাড়ার পর আবারও সেটা গ্রহণের কারণ হিসেবে বলেছেন, ‘সত্যি বলতে, প্রথম কয়েকটা দিন কঠিন ছিল। কিন্তু হ্যাঁ, তারপর থেকে আমি বেশ স্বস্তিতে ছিলাম এবং পুরো সময়টাই উপভোগ করেছি। আমি নিজেকে সময় দিয়েছি, পরিবারকেও সময় দিয়েছি। আর কীভাবে দক্ষতার দিক থেকে ও মানসিকভাবে আমার ক্রিকেট আরও উন্নত করা যায়— সেটা নিয়ে কাজ করেছি। তবে আমার মনে হয়, সময়টা আমার খুব ভালো কেটেছে।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর