বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সম্প্রতি সেটা আরও বেড়েছে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত। ম্যাচের প্রথমার্ধটা বাংলাদেশের। শেখ মোরসালিনের গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে খেলাটা শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টায়। দর্শকদের বাড়তি উন্মাদনা, গ্যালারিতে উচ্ছ্বাসের মধ্যে শুরু হওয়া ম্যাচের শুরুতে ভারতই এগিয়ে ছিল।
বাংলাদেশ বারবার বল হারিয়েছে। অপর দিকে ভারত বলের দখল ধরে রেখে আক্রমণে উঠার চেষ্টা করেছে। অবশ্য বাংলাদেশের অর্ধে এসে সুবিধা করতে পারেনি সফরকারীরা। হামজা চৌধুরীর উপস্থিতিতে বাংলাদেশ রক্ষণ সামলেছে দারুণভাবে।
ম্যাচের ১২তম মিনিটে গতিপথ পাল্টে দেন শেখ মোরসালিন। হুট করেই বল পেয়ে ডি-বক্সে এগিয়ে জান রাকিব হোসেন। বাঁ-দিক থেকে বল বাড়িয়ে দেন সামনে ছিলেন ভারতীদের দুই ডিফেন্ডার আর গোলরক্ষক। তা দেখে মোরসালিন একবার থমকেও গিয়েছিলেন। পরে হুট করেই ডান পায়ের শট নিলে বল ফেরাতে পারেননি ভারতীয় গোলরক্ষক। হঠাৎ গোলে বাঁধভাঙ্গা উল্লাসে ফেটে পরে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি।
ম্যাচের ৩৭তম মিনিটে হামজা চৌধুরীর শট অল্পের জন্য বাহিরে চলে যায়। সাদ ইসলামের লম্বা থ্রু-ইন থেকে বল পেয়ে তড়িৎ শট নিয়েছিলেন হামজা। অল্পের জন্য বল চলে যায় গোলবারের পাশ দিয়ে। বাকি সময়ে আর গোল না হওয়াতে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।