স্মরণীয় সেঞ্চুরি থেকে মাত্র ১ রানে দূরে ছিলেন মুশফিকুর রহিম। মুশফিকের স্মরণীয় সেঞ্চুরি দেখতে খুব সকাল সকাল গ্যালারিতে বাড়তি দর্শক দেখা গেল। দর্শকদের খুব বেশিক্ষণ অবশ্য অপেক্ষায় রাখেননি অভিজ্ঞ ক্রিকেটার। দিনের দ্বিতীয় ওভারেই পূর্ণ করেছেন কাঙ্খিত সেঞ্চুরি।
দিনের প্রথম ওভার থেকে রান নেননি মুশফিক। জর্ডান নিলের করা দ্বিতীয় ওভারের প্রথম বল থেকে সিঙ্গেল নিয়ে মুশফিককে স্ট্রাইক দেন মুশফিক। এক বল ডট খেলে পরের বলেই সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ।
রান নিতে নিতেই উল্লাস শুরু করেছিলেন মুশফিক। পরে সেজদা নিয়ে শেষ হলো তার উদযাপন। সে পর্যন্ত গ্যালারিতে উল্লাস-আনন্দ, অভিবাদন।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের সব মনোযোগ মুশফিককে ঘিরেই ছিল। মুশফিক অসাধারণ একটা সেঞ্চুরি করে সেই উপলক্ষ্যটা রাঙালেন।
বাংলাদেশের প্রথম হলেও বিশ্বের ৮৫তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিক। তবে আজ ছোট্ট একটা তালিকাতে ঢুকে গেলেন। মুশফিকের আগে মাত্র ১০জন ক্রিকেটার শততম টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন। মুশফিক ১১তম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পেলেন শততম টেস্টে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম সেশনে ক্রিজে নেমেছিলেন মুশফিক। বাংলাদেশ ৯৫ রানে তিন উইকেট হারানোর পর ব্যাটিং করতে নামেন মুশফিক। শুরু থেকেই ব্যাটিং করেছেন ধীরেলয়ে।
হাফ সেঞ্চুরি পূর্ণ করতে খেলেছিলেন ৮৩ বল। সেঞ্চুরি পূর্ণ করলেন ১৯৫তম বলে। একশ রান করতে মুশফিক চার হাঁকিয়েছেন মাত্র ৫টি। অর্থাৎ বাউন্ডারি থেকে এসেছে ২০ রান, বাকি ৮০ রানই নিয়েছেন দৌড়ে।