Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রীতিমতো বোমা ফাটালেন লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ২৩:৫৫

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে জায়গা পাননি শামীম পাটোয়ারী। তবে এই সিদ্ধান্তের বিষয়ে আগে কোনো তথ্য পাননি বাংলাদেশ টি–টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। শামীমকে বাদ দেওয়ার বিষয়ে তার নাকি কোনো মতামতই নেওয়া হয়নি!

স্কোয়াড নির্বাচনে বরাবরই অধিনায়কের মতামতকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার নিয়ম। কিন্তু সম্প্রতি সময়ে বাংলাদেশের দল নির্বাচনে লিটনের নাকি কোনো মতমতই নেওয়া হচ্ছে না!

বুধবার (২৬ নভেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন কথা বলেন লিটন দাস। তিনি বলেন, ‘এটা আমার সিদ্ধান্ত ছিল না, সম্পূর্ণ নির্বাচকদের। কেন বাদ দেওয়া হয়েছে তাও জানি না। নির্বাচকরা কোনো নোটিশ ছাড়াই শামীমকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে। এতদিন জানতাম, একজন অধিনায়ক হিসেবে অন্তত জানতে পারি কে দলে আসছে বা কে বাদ পড়ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের যেকোনো ক্রিকেটারই যোগ্য বলেই জাতীয় দলে আসে। যেই ১৫ জনই থাকুক, তারা ভালো করতে পারবে। কিন্তু শামীমের বাদ পড়ার পেছনে আমি কোনো কারণ দেখি না। ও টিমে থাকলে ভালো হতো।’

অধিনায়ক আরও জানান, তাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে স্কোয়াড নির্বাচন পুরোপুরি নির্বাচকদের এখতিয়ার। তিনি শুধু দেওয়া দল নিয়েই মাঠে পরিকল্পনা করবেন।

লিটনের ভাষায়, ‘আমাকে বলা হয়েছে— যে দল আমাকে দেওয়া হবে, সেই দল নিয়েই কাজ করতে হবে। কার প্রয়োজন বা কার প্রয়োজন নেই—এ নিয়ে আমার কোনো মতামত চাওয়া হবে না।’

তিনি যোগ করেন, ‘এতদিন মনে করতাম ক্যাপ্টেন হিসেবে একটি দল গুছিয়ে নেওয়ার পরিকল্পনা থাকে। কিন্তু এখন বুঝলাম আমাকে শুধু দেওয়া দল নিয়েই সেরাটা দিতে হবে।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর