আগামী ১৯ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরের। তার আগে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। এবারের আসরে থাকবে মোট ৬ দল। প্রথমে পাঁচ দলের বিপিএল ঘোষণা দেওয়া হলেও পরে নতুন করে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামের আগে সর্বোচ্চ দুইজন বাংলাদেশি ও দুইজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। তবে ন্যূনতম একজন দেশি ও একজন বিদেশির সঙ্গে চুক্তি বাধ্যতামূলক। নিলাম থেকে অন্তত দুইজন বিদেশি খেলোয়াড় নেওয়ার নিয়ম থাকছে। বিদেশি ক্রিকেটারদের জন্য প্রতিটি দল সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করতে পারবে। নিলামের পর দলগুলো চাইলে আরও বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে।
নিলামে থাকা ২৫০ বিদেশি ক্রিকেটারকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার, বি-তে ২৬ হাজার, সি-তে ২০ হাজার, ডি-তে ১৫ হাজার ও ই ক্যাটাগরিতে ১৫ হাজার ডলার।
দেশি খেলোয়াড়ের সংখ্যা এখনও প্রকাশ করেনি বিসিবি। তবে প্রতিটি দল সরাসরি চুক্তিতে দুইজন এবং নিলাম থেকে অন্তত ১২–১৪ জন দেশি ক্রিকেটার নিতে পারবে।
দেশি খেলোয়াড়দের ক্যাটাগরি অনুযায়ী ভিত্তিমূল্য- এ ক্যাটাগরি: ৫০ লাখ টাকা, বি: ৩৫ লাখ, সি: ২২ লাখ, ডি: ১৮ লাখ, ই: ১৪ লাখ ও এফ: ১১ হাজার টাকা।
প্রতিটি দলকে এ ক্যাটাগরি থেকে ন্যূনতম একজন, বি, সি ও ডি ক্যাটাগরি থেকে তিনজন করে এবং ই ক্যাটাগরি থেকে দুইজন নিতে হবে। এফ ক্যাটাগরির খেলোয়াড় নিতে কোনো সীমাবদ্ধতা নেই। দেশি খেলোয়াড়দের জন্য দলগুলো পাচ্ছে সাড়ে ৪ কোটি টাকার বাজেট, যার মধ্যে সরাসরি চুক্তির দুই ক্রিকেটার অন্তর্ভুক্ত নয়।
এ ছাড়া প্রতিটি দল কোচ, ম্যানেজার ও বিশ্লেষকসহ সর্বোচ্চ ১২ জন কর্মকর্তার সঙ্গে চুক্তি করতে পারবে।