শুরুর আগেই নানান বিষয় নিয়ে আলোচনার জন্ম দিয়েছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তিন বার পেছানো হয়েছে টুর্নামেন্টের প্লেয়ার্স নিলাম। পাঁচ দল ঘোষণা দেওয়ার পর হুট করেই দল বাড়ানো হয়েছে। এবার টুর্নামেন্টও পিছিয়ে দেওয়া হলো।
এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। পূর্বের ঘোষণা অনুযায়ী এবারের বিপিএল শুরু হওয়ার কথা ছিল ১৯ ডিসেম্বর। কিন্তু সেটা পিছিয়ে শুরুর নতুন ডেট করা হয়েছে ২৬ ডিসেম্বর।
বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলছেন, দলগুলোর আবেদনের প্রেক্ষিতে পিছিয়ে দেওয়া হয়েছে বিপিএল। প্রয়োজনীয় জিনিস কিনতে দলগুলোর আরও সময় দরকার, বলেছেন মিঠু।
তিনি বলেন, ‘দলগুলো চাইছে একটু দেরিতে শুরু হোক, কারণ তাদের প্রস্তুতির দরকার। হেলমেট, প্যাড, এসব জিনিস অর্ডার করতে, সঠিক মাপ ঠিক করতে সময় লাগে। সবার ক্ষেত্রেই একই সমস্যা।’
জনা গেছে, ২৪ ডিসেম্বর বিপিএলর উদ্বোধনী অনুষ্ঠান হবে মিরপুরে। ২৬ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচ মাঠে গড়াবে সিলেটে। টুর্নামেন্টের ফাইনাল ২৩ জানুয়ারী।
তিন দফা পিছিয়ে বিপিএলর প্লেয়ার্স অকশন অনুষ্ঠিত হওয়ার কথা ৩০ নভেম্বর।