Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে চট্টগ্রামের কোচ মমিনুল হক!

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ০৮:০৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ০৪:২৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (২৯ নভেম্বর) দ্বাদশ আসরের প্লেয়ার্স নিলাম আগামীকাল। তবে ফ্র্যাঞ্চাইগিুলো কিন্তু দল গোছাতে নেমে পরেছে অনেক আগেই। চট্টগ্রাম রয়েলস তাদের হেড কোচ হিসেবে মমিনুল হকের সঙ্গে কথা পাকা করেছেন।

চট্টগ্রাম রয়েলস দলের একটি সূত্র দাবি করছে, মমিনুল হককে হেড কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। এখন কেবল আনুষ্ঠানিকতাটাই বাকি।

এদিকে, বিপিএলে যে ছয়টি দল অংশ নিবে তাদের বেশিরভাগেরই হেড কোচ চূড়ান্ত। যেমন রংপুর রাইডার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিকি আর্থার। সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস ও স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।

বিজ্ঞাপন

রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দূড়ান্ত হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচ হচ্ছেন টবি রাদারফের্ড, সিলেটে সোহেল ইসলাম ও নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ হচ্ছেন খালেদ মাহমুদ সুজন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর