Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী ফুটবলারদের বেতন ১০০ ভাগ বাড়তে পারে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৩:০৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৭:২৩

বাংলাদেশকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন নারী ফুটবলাররা। কিন্তু তাদের বেতন-ভাতার স্বল্পতা নিয়ে আলোচনা সর্বত্র। পুরুষ ফুটবলারদের চেয়ে অনেকটা পিছিয়ে তো অবশ্যই এমনকি দেশের নারী ক্রিকেটারদের চেয়েও নারী ফুটবলারদের বেতন-ভাতা অনেক কম। এদিকে এবার নজর দিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ক।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নারী ফুটবলারদের বেতন-ভাতা ১০০% বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নারী ফুটবলারদের কম বেতন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে সজীব ভূঁইয়া বলেন, ‘বেতন দেয়ার বিষয়টি বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ও বিসিবির (বাংলাদে ক্রিকেট বোর্ড) হাতে। আমরা বাফুফে ও বিসিবি উভয়কে নারী খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নির্দেশনা দিয়েছিলা। বিসিবি ইতোমধ্যে নারী খেলোয়াড়দের ট্যুর ফি ও ভাতা পুরুষদের সমান করেছে এবং বেতনও ৩৫ শতাংশ বাড়িয়েছে।’

বিজ্ঞাপন

দেশের নারী ক্রিকেটারদের তুলনায় নারী ক্রিকেটারদের বেতন অনেকটা বেশি। বাফুফের আর্থিক স্বচ্ছলতা অবশ্য বিসিবির চেয়ে কম। তবুও বাফুফেকে বেতন বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘নারী ফুটবলারদের বেতন অনেক কম। তাদের শতভাগ বৃদ্ধির নির্দেশনা দিয়েছি। বাফুফে এটার জন্য ফান্ডের কথা বলেছে আমাদের। আমরা চেষ্টা করছি তাদের ফান্ড দেয়ার।’

কোনো খেলোয়াড় যাতে কোনো নির্বাচনী প্রচারণায় অংশ না নেয় সম্প্রতি ফেডারেশনগুলোকে এমন চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। খেলোয়াড়দের রাজনীতির বাহিরে রাখতেই এমন সিদ্ধান্ত বলেছেন ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা খেলোয়াড়দের রাজনীতির দলাদলির উর্ধ্বে রাখতে চাই। এজন্যই এই নির্দেশনা। এরপরও যদি কেউ করে তাহলে আমরা ফেডারেশনকে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলব।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর