আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে ৭০ লাখ টাকা দাম পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। টি-টোয়েন্টি দলের অধিনায়কের চেয়ে ভালো দাম পেয়েছেন বেশ কয়েকজন। লোকাল ক্রিকেটারদের মধ্যে নাঈম শেখের দাম উঠেছে ১ কোটি ১০ লাখ। তাওহিদ হৃদয়ের দাম উঠেছে প্রায় ১ কোটি। সে হিসেবে লিটনের দাম কমই বলতে হবে। এই প্রসঙ্গে লিটন দাস বললেন, স্রষ্টা হয়ত মনে করেছেন ৭০ লাখই যথেষ্ট।
আয়ারল্যান্ডের বিপক্ষে আজ তৃতীয় টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ম্যাচে বড় ব্যবধানে হেরে সিরিজ জিতেছে লিটনের দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন এলে কথা উঠল বিপিএল প্রসঙ্গ নিয়েও।
নিজের দাম কতো উঠে লিটন হয়ত ভুলেও গেলেন! বলছিলেন, ‘(আমার দাম) ৭৫ লাখ না, আমি তো জানতাম ৭৫ লাখ! কোনো জায়গায় দেখলাম ৭০, কোনো জায়গায় ৭৫ আমি তো নিজেই কনফিউজড।’
বিপিএলের নিলামটা দেখাও হয়নি লিটনের। বলেছেন সেই সময় জিম করে কাটিয়েছেন। লিটন বলছিলেন, ‘নিলাম ভালো। যদিও আমি দেখিনি, কারণ আমি ব্যস্ত ছিলাম, জিমে ছিলাম। আমার কাছে মনে হয়েছে জিমটা গুরুত্বপূর্ণ। অবশ্যই, পরবর্তীতে যদি আবার সুযোগ হয়, দেখব। কিন্তু দেখুন, সেটা আমার নিয়ন্ত্রণে নেই (বিপিএলের নিলাম)। আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি ঈশ্বরে বিশ্বাস করি। যদি কখনও তিনি চান যে আমাকে বেশি টাকা দেবেন, তিনি এনে দেবেন। তার মনে হয়েছে যে ৭০ লাখ যথেষ্ট।’
নিলামে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন লিটন। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। বিডের পর তাকে ৭০ লাখ টাকায় পেয়ে যায় রংপুর রাইডার্স।