এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে দেশের মাটিতে সিঙ্গাপুর, হংকং ও ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই তিন ম্যাচে ৪ কোটির বেশি টাকার টিকিট বিক্রি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত ১০ জুন থেকে গত ১৮ নভেম্বর পর্যন্ত ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচ তিনটি। বাফুফে সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদ সম্মেলনে জানান, তিনটি ম্যাচ থেকে মোট ৪ কোটি ৫ লাখ টাকা আয় করেছে বাফুফে। তবে তিন ম্যাচে খরচ কতো হয়েছে সেই হিসেব দিতে পারেনি বাফুফে।
আমিরুল ইসলাম বাবু জানান, সিঙ্গাপুর ম্যাচ থেকে আয় হয়েছে ১ কোটি ১৫ লাখ টাকা, হংকং ম্যাচ থেকে ১ কোটি ২ লাখ টাকা এবং ভারত ম্যাচ থেকে ১ কোটি ৮৮ লাখ টাকা।
আমিরুল ইসলাম বলেন, ‘এই আয় শুধুই টিকিট বিক্রির, এখানে কোনো স্পনসরশিপের টাকা নেই।’ ব্যয়ের হিসেব বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সময় করে ব্যয়ের হিসেব দেওয়া হবে।
বাছাই পর্বের আগে ভুটান ও নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করেছিল বাফুফে। কিন্তু এই দুই ম্যাচের আয় বা ব্যয়ের কোনো তথ্য বৈঠকে প্রকাশ করা হয়নি।
বৈঠকে সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং এই প্রকল্পে ফিফার সহায়তা চাওয়া হবে বলে বৈঠকে আলোচনা হয়েছে বলেছেন আমিরুল ইসলাম বাবু। টেকনিক্যাল কমিটির ব্যয় পরিচালনার জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্তও বৈঠকে নেওয়া হয়েছে বলে জানান আমিরুল ইসলাম।