পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে সমতা ফেরানো টাইগ্রেসরা তৃতীয় ম্যাচেও দুর্দান্ত পারফর্ম দেখিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে। যাতে পাঁচ ম্যাচের সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজারে আগে বোলিং করেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। মাত্র ২৪ রানে ৩ উইকেট আর ৩১ রানে পাকিস্তানের ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রানে থামে পাকিস্তানের ইনিংস। ইমান নাসির ২৩ এবং মেমুনা খালিদ ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে হাবিবা ও অতশী নেন ২টি করে উইকেট।
৮৭ রানের সহজ লক্ষ্য হলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানের মধ্যেই দুই ওপেনারের বিদায়ে চাপ তৈরি হয়। তবে তৃতীয় উইকেটে জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলাম জুটি গড়ে দলকে ঘুরে দাঁড় করান। সাদিয়া ২৮ বলে ৩৫ রান করে আউট হলেও ইমান্তা ২৫ বলে অপরাজিত ৩০ রানে ম্যাচ শেষ করে আসেন।
শেষ পর্যন্ত ৩৯ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল।