Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২০:৪২

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডিসেম্বরের শেষভাগে চীন সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই মুহূর্তে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এই সিরিজ খেলা দল থেকে চীন সফরের দলে খুব বেশি পরিবর্তন আনেনি বিসিবি।

বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো ক্রিকেট দল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এই প্রথম চীন সফরে যাবে। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে খেলা হচ্ছে এই সিরিজ।

সিরিজের সূচি অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর চীন পৌঁছানোর কথা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর। সিরিজের বাকি দুই ম্যাচ ১৯ ও ২১ ডিসেম্বর। তিনটি টি-টোয়েন্টিই হবে হাংজুতে। ২২ ডিসেম্বর চীন থেকে দেশের পথে উড়াল দেওয়ার কথা বাংলাদেশের মেয়েদের।

বিজ্ঞাপন

বাংলাদেশ নারী অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল: সুমাইয়া আক্তার, আরতি মন্ডল, সাদিয়া ইসলাম, অদৃতা নওশের, মায়মুনা নাহার, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, অতসী মজুমদার, জেরিন তাসনিম, লামিয়া মৃধা, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাত, ববি খাতুন, কুমারি শ্রাবণী। স্ট্যান্ড বাই: লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস, জিম আফরিন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর