Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় শোয়েব আখতার

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:২০

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। বিপিএল মাঠে গড়ানোর অনেক আগেই ঢাকায় এসে পৌঁছেছেন শোয়েব।

ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এক বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নতুন অভিযানের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট গড়ে তুলতে এই ফ্র্যাঞ্চাইজির তৈরি হওয়ার পথে তার অন্তর্ভুক্তি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মাঠের ভেতরে ও বাইরে দলকে দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শোয়েব আখতারের বিপুল আন্তর্জাতিক অভিজ্ঞতা, জয়ী মানসিকতা ও নেতৃত্ব।’

বিজ্ঞাপন

মাত্র দুদিনের জন্য ঢাকায় এসেছেন পাকিস্তানি কিংদন্তি। দুদিন পর ঢাকায় ফিরে যাবেন। বিপিএল শুরুর আগ মুহূর্তে আবার ফিরবেন ঢাকায়।

সবকিছু ঠিক থাকলে বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর। বিপিএলের ফাইনাল ২৩ জানুয়ারি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট তিন ভেন্যুতে হবে বিপিএল। এবারের বিপিএলের মোট ম্যাচ ৩৪টি। সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল।

বিপিএলে অংশ নিচ্ছে মোট ৬টি দল। দলগুলো যথাক্রমে—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। গত পরশু এবারের টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর