Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালকে অল্পতেই আটকে দিল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৩ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৪

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে যুব এশিয়া কাপের শুরুটা দারুণ হয়েছে। আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশি যুবারা। দ্বিতীয় ম্যাচটাও এখন পর্যন্ত বেশ ভালোই খেলছে বাংলাদেশ। আজ নেপালের বিপক্ষে আগে বোলিং করতে নেমে ১৩০ রানেই প্রতিপক্ষকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এবারের যুব এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ করেছেন দলের বোলাররা।

নেপালের শুরুটা অবশ্য মন্দ হয়নি। উদ্বোধনী জুটিতে ৪০ রান তোলেন দুই ওপেনার সাহিল প্যাটেল ও নিরাজ কুমার। ১৮ রান করা প্যাটেলকে ফিরিয়ে জুটি ভাঙেন সাদ ইসলাম।

বিজ্ঞাপন

এরপর নেপালের মিডল অর্ডারকে স্রেফ নাকানি-চুবানি খাইয়েছে বাংলাদেশ। ৫৪ থেকে ৬১ রানের মধ্যে সাজঘরে ফেরেন বংশ ছেত্রি (৪), নিরাজ কুমার (১৪), নিশ্চল শেত্রি (০) ও কিরবিন শ্রেষ্ঠ (৫)। ৪০ রানে প্রথম উইকেট হারানোর পর ৬১ রানে পঞ্চম উইকেট হারায় নেপাল।

সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি নেপাল অনূধ্ব-১৯ দল। ৮১ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় দলটি। শেষ পর্যন্ত ১৩০ রানে থেমে যায় নেপালের ইনিংস।

দলটির পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অভিষেক তিওয়ারি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন সবুজ। দুটি করে উইকেট নিয়েছেন সাদ, আজিজুল, শাহরিয়ার। একটি উইকেট পেয়েছেন আল-আমিন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর