Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

`ভারতের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ০২:০৭ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১০:০১

চুক্তির পরও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (আইপিএল) থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ভারতের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে।

ভারত থেকে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া ও বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার কথাও উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে পুরো বিষয়টি আইসিসির কাছে জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেছেন বলে জানান আসিফ নজরুল।

শনিবার (৩ জানুয়ারি) রাতে এক ফেসবুক পেজে এমন কথা বলেছেন আসিফ নজরুল। আইন ও ক্রীড়া উপদেষ্টা লিখেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে।’

বিজ্ঞাপন

ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত চারটি ম্যাচ ভারতে খেলার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এই ম্যাচগুলো বিশ্বকাপের দ্বিতীয় ভেন্যু শ্রীলংকায় সরিয়ে নেওয়ার অনুরোধ করতেও বলেছেন আসিফ নজরুল।

তিনি লেখেন, ‘বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’

সেই সঙ্গে বাংলাদেশে আইপিএল খেলা সম্প্রচার করা বন্ধ করার অনুরোধ জানানোর কথাও উল্লেখ করেছেন ক্রীড়া উপদেষ্টা। ‘গোলামীর দিন শেষ’ এমন কথা উল্লেখ করে আসিফ নজরুল লিখেছেন, ‘আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়! আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ!’

এর আগে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। পরে সেই নির্দেশ মেনে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা নাইট রাইডার্স।

কেকেআরের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া ও পারস্পরিক পরামর্শের মাধ্যমে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্ত করা হয়েছে।’

এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তারা যদি বিকল্প খেলোয়াড় নিতে চায়, বোর্ড সেই অনুমতিও দেবে।’

অবশ্য ‘সাম্প্রতিক পরিস্থিতি’ বলতে কী বুঝানো হয়েছে সেটা কেকেআর বা বিসিসিআইয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের রাজনীতিতে যে প্রভাব পরেছে সেটার প্রেক্ষিতেই মূলত এই সিদ্ধান্ত।

এদিকে, খেলাধুলায় রাজনীতিকে টানার বিষয়টি নিয়ে সমালোচনা করছেন অনেকেই। খোদ ভারতীয় ক্রিকেটাঙ্গনের বেশ কয়েকজন সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে।

এবারের আইপিএল মিনি নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ছয় মৌসুম আইপিএল খেলেছেন মোস্তাফিজ। সব মিলিয়ে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর