আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বদলে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের গিয়ে বিশ্বকাপ না খেলতে চায় না, স্পষ্ট করে এমন বার্তা দিয়েছে বিসিবি। ফলে বিশ্বকাপের দ্বিতীয় ভেন্যু শ্রীলংকায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজিত হবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে দৃশ্যপটে হাজির পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে পিসিবি।
জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে পারিকস্তান পুরোপুরি প্রস্তুত। শ্রীলংকায় আয়োজন করতে সমস্যা হলে বিকল্প ভেন্যু হিসেবে পাকিস্তান এগিয়ে আসতে চায়, জানিয়েছে সূত্রটি।
অবশ্য পিসিবি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে আগ্রহের কথা জানিয়েছে কিনা তা এখনো জানা যায়নি। এদিকে, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে পিসিবি।
সূচি অনুযায়ী বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা বাংলাদেশ দলের। প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতায়, শেষ ম্যাচটি মুম্বাইয়ে।
ঘটনার সূত্রপাত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। ভারতীয় উগ্রপন্থীদের দাবিতে মোস্তাফিজকে হুট করেই আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় আইপিএল কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে সর্বোত্র। খেলাধুলায় রাজনীতিকে টেনে আনা ঠিক হয়নি এমন কথা বলা হচ্ছে ভারতেও।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টির তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে বাংলাদেশ। নিরাপত্তার প্রশ্নে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথাও জানিয়ে দিয়েছে বিসিবি। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে বিসিবির।