নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসির অনুরোধ স্বত্ত্বেও সেই সিদ্ধান্তে অনড় বিসিবি।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছে আইসিসি। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে বিসিবি।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি তারা এখনো সেই সিদ্ধান্তে অনড়। আইসিসি সভায় বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।
কদিন আগে বিসিবির পক্ষ থেকে আইসিসিকে পুনরায় বিশ্বকাপ ম্যাচগুলো ভারতের বদলে অনত্র সরিয়ে নিতে বার্তা দেওয়া হয়। বিশ্বকাপের মতো আয়োজনে দলের বড় বহর সেই সঙ্গে দেশের সাংবাদিকগন, দর্শকদের উপস্থিতি থাকবে। এতো মানুষের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি।
এই অনিশ্চয়তার সূচনা মোস্তাফিজুর রহমানকে নিয়ে। ভারতীয় উগ্রপন্থীদের দাবিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে হুট করেই আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। বিষয়টির সমালোচনা হচ্ছে সর্বোত্র। খেলাধুলার মধ্যে রাজনীতি টানা উচিত নয় এমন কথা বলা হচ্ছে খোদ ভারতেও।
ভারতীয় বোর্ডের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বিসিবি। সেই সঙ্গে বাংলাদেশে আইপিএলের খেলা সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবির এমন প্রতিক্রিয়ার পর আইসিসির সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে বিসিবির।