Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তাফিজের কাছে ‘স্লোয়ার’ শেখার চেষ্টা নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ২১:০৮

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের হাত থেকে বের হওয়া স্লোয়ার ডেলিভারি যেন এক গোলকধাঁধাঁ! বাঁহাতি পেসার অভিষেকেই স্লোয়ারে বাজিমাত করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারদের জন্য তার স্লোয়ার যেন আরও ভয়ঙ্কর। এই বিশেষ ডেলিভারির জন্য ইদানিং মোস্তাফিজকে নিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে কাড়াকাড়ি। বাংলাদেশি পেসারের এই অস্ত্রো রপ্ত করার চেষ্টায় নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার জেমি নিশাম।

কিছুদিন আগে আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন মোস্তাফিজ। মোস্তাফিজ খেলেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। জেমি নিশাম তখন মোস্তাফিজের সতীর্থ ছিলেন। সেই সময় থেকে মোস্তাফিজের কাছে তার স্লোয়ার ডেলিভারি শেখার চেষ্টা নিশামের।

বিজ্ঞাপন

রাজশাহীর হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন জেমি নিশাম। মোস্তাফিজ প্রসঙ্গে নিশাম বলেন, ‘মোস্তাফিজ অসাধারণ একজন বোলার। আইপিএলে তার চাহিদা দেখলেই তা বুঝা যায়। আমি মোস্তাফিজের সঙ্গে অনেক কথা বলি এবং তার স্লোয়ার শেখার চেষ্টা করছি। কিন্তু আমার হাত অতো নমনীয় নয় (হাসি)। তার সঙ্গে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা দারুণ ছিল।’

বিপিএলে নিলামের দল রাজশাহী ওয়ারিয়র্স এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৬টিতেই জিতেছে দলটি। অপর দিকে মোস্তাফিজুর রহমানের দল রংফুর রাইডার্স ৮ ম্যাচের চারটি জিতে পয়েন্ট টেবিলে চার নম্বরে। মোস্তাফিজ অবশ্য তার কাজটা করে যাচ্ছেন দারুণভাবে। ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তারকা পেসার। ওভারপ্রতি রান খরচ করেছেন ৭.০৬ করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর