Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খারাপ খেললে ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাই নাকি: বিসিবি পরিচালক

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ২৩:৩৪ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০০:৪৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা অনিশ্চিত। নিরাপত্তার ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা চলছে ক্রিকেট সর্বোচ্চ সংস্থা আইসিসির। এদিকে, এর মধ্যে ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম এমন এক মন্তব্য করেছেন যেটা নিয়ে আলোচনা সর্বোত্র।

শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের কি ক্ষতিপূরণ দিবে বোর্ড? যেহেতু বিশ্বকাপ খেলতে গেলে আর্থিকভাবে লাভবান হতেন ক্রিকেটাররা। এমন প্রশ্নের উত্তরে বিসিবির অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলাম বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!’

বিজ্ঞাপন

আরেক প্রশ্নে তিনি মন্তব্য করেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’

বিসিবির দায়িত্বশীল একটা পদে থেকে এমন মন্তব্য করাকে কেন্দ্র করে সমালোচনা করছেন অনেকে। ক্রিকেটারদের খেলাকে কেন্দ্র করেই বিসিবি গঠন। খেলার কারণেই বোর্ড আইসিসি ও পৃষ্ঠপোষকদের কাছ থেকে টাকা আয় করে।

ক্রিকেটাররাই ক্রিকেটের আসল স্টোকহোল্ডার, এমন কথা স্মরণ করিয়ে দেওয়া হলে এম নাজমুল ইসলাম বলেন, ‘ধরুন বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে কি না?’ পরে আবার ব্যাখ্যা করে বলেছেন, ‘আমার হাত না থাকলে শরীর থাকবে না, শরীর না থাকলে হাত থাকবে না, তো আমার হাত না থাকলে আমার শরীর আর এই হাতের কোনো কোনো কাজ আছে? একই রকম। মানে, দে আর পার্ট অ্যান্ড দ্য পার্সেল।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর