Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি আদায় না হওয়ার পর্যন্ত খেলবেন না ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৫:১৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৬:১৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন ক্রিকেটাররা।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বনানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন ক্রিকেটাররা। বিতর্কিত মন্তব্যের জন্য বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে আলটিমেটাম দিয়ে বলা হয়েছিল, আজ দুপুরের মধ্যে পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধ রাখা হবে।

কথা অনুযায়ী কাজও করেছেন ক্রিকেটাররা। আজ বিপিএলের দুটি খেলা মাঠে গড়ানোর কথা ছিল। দিনের প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল দুপুর দেড়টায়। কিন্তু ক্রিকেটাররা মাঠেই যাননি।

বিজ্ঞাপন

দুপুরে বনানীর একটি হোটেলে একত্রিত হয়ে সংবাদ সম্মেলন করেছেন ক্রিকেটাররা। সেখানে নিজেদের অবস্থানে অনড় থাকার বার্তা দেওয়া হয়েছে।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমার এখনও ওই স্ট্যান্ডেই আছি। যেটা সোহান বলেছে আমরা খেলার বিপক্ষে না। সবকিছুর একটা লিমিট আছে। লিমিট ক্রস করে গেলে… এখানে এটা শুধু আমার না এখানে টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। সবাইকে অপমান করা হয়েছে। উনি আইসিসি ট্রফি জেতা থেকে শুরুন করে প্রতিটি সেক্টরকে অস্বীকার করেছে।’

‘উনার কাছে বিশ্বকাপও কোনো মানে রাখে না। উনার কোনো কথাতে ক্রিকেটের প্রতি শ্রদ্ধা বিন্দু মাত্র দেখিনি। আমার আগের অবস্থানেই অনড় আছি। আমার বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। উনারা আমাদের খেলার জন্য এপ্রোচ করছেন, আমরা অবশ্যই খেলতে চাই, তবে আমাদের দাবিগুলো মানার পরে,’ যোগ করেন তিনি।

সিংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মিঠুন জানিয়েছেন, বোর্ডের সঙ্গে আলোচনার জন্য বারবার চেষ্টা করেছেন তারা। বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান পাওয়া যায়নি বলেছেন মিঠুন।

তিনি বলেন, ‘উনারা দাবি না মেনে আগের ৮-১০টা টপিকসের মতো টাইম নিয়েছে, টাইম নিয়েছে, তারপর সেটার হদিস নাই। এখনও সেই কাজটাই করতে চাইছে। আপনারা আজকের স্ট্যান্ড দেখছেন। কিন্তু আমাদের এই স্ট্যান্ড আজকের না, এটা আসলে অনেক দিনের অবজারভেশন।’

কোয়াব সভাপতি বলেন, ‘আমরাও চেয়েছিলাম বিসিবিতে যে পরিচালকগুলো আছেন, সবাইকে সম্মান দিয়ে কীভাবে ক্লোজ ডোরে কীভাবে আলোচনা করতে পারি। কারণ ঐখানে আমাদের ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ। অনেক ক্রিকেট প্লেয়ার আছে। আমরা চাইনা ক্রিকেট প্লেয়ারগুলো অসম্মানিত হোক। উনাদের কথা চিন্তা করে আমরা চেয়েছিলাম, সবকিছু যেন সাইলেন্টলি, সুন্দরভাবে রান করে। কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন এই ধরণের কিছুই হচ্ছে না। শেষ পর্যন্ত আমাদের আসলেই কোনো ওয়ে নাই। বিসিবি থেকে যদি সুষ্ঠু সমাধান হয়, তাহলে অবশ্যই আমরা মাঠে নামব।’

এম নাজমুল ইসলামের পদত্যাগের সঙ্গে আরও কিছু দাবিও উত্থাপন করেছেন ক্রিকেটাররা। সেখানে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির অবস্থান, নারী ক্রিকেটে সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়গুলো সামনে আনা হয়েছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর