গতকাল রাত থেকে নানান নাটকীয়তা, নানান ঘটনা শেষে অবশেষে সমঝোতায় পৌছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটাররা। সমঝোতার ভিত্তিতে শুক্রবার থেকেই মাঠে গড়াচ্ছে বিপিএল।
ক্রিকেটারদের ম্যাচ বয়কটের ডাকে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। এই দুটি ম্যাচ শুক্রবারে অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। এদিকে, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।
মিঠুন জানান, ক্রিকেটারদের দাবিগুলো বিসিবি প্রক্রিয়াগতভাবে এগিয়ে নেবে, এই আশ্বাসের ভিত্তিতেই শুক্রবার থেকে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।
মিঠুন বলেন, ‘যে ঘটনাটা ঘটেছে, সেটা কোনোভাবেই এক্সেপ্টেবল না। ইভেন, আমরা এখনো এক্সেপ্ট করি না সেই বিষয়টা এবং আমরা কোনোভাবেই এটাকে সাপোর্ট করি না। আমরা এখানে এসে বোর্ডের মিঠু ভাই, আমাদের প্রেসিডেন্ট, তারপর বোর্ডের অন্যান্য ডিরেক্টর, আমাদের বিপিএলের টিম ওনাররা, সবার সঙ্গে বসে আলোচনা করেছি। একটা জিনিস উনারা কনফার্ম করেছেন।’
‘তো, জিনিসটা হচ্ছে এখন বর্তমান যে সিচুয়েশন, উনাকে যেহেতু রিচ করা যাচ্ছে না, উনারা আমাদেরকে কথা দিয়েছেন, উনাকে এজ আর্লি অ্যাজ পসিবল রিচ করে আমাদের যে দাবি, সেটা উনারা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করবেন। এবং আমাদের যে চাওয়াটা, ওনাদের প্রসিডিউর অনুযায়ী এজ আর্লি অ্যাজ পসিবল, উনারা এটা কমপ্লিট করবেন,’ যোগ করেন কোয়াব প্রেসিডেন্ট।
সমঝোতার পর বিপিএলের নতুন সূচি ঘোষণা করেছে বিসিবি। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘বিপিএল ২০২৬-এর ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে নির্ধারিত ম্যাচগুলো এখন অনুষ্ঠিত হবে শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬। ১৬ ও ১৭ জানুয়ারির জন্য নির্ধারিত ম্যাচগুলো এক দিন করে পিছিয়ে যথাক্রমে ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া, ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ এক দিন পিছিয়ে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, ক্রিকেটাঙ্গনের এই অচলাবস্থা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের এক মন্তব্যকে কেন্দ্র করে। গতকাল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। রাতে তার পদত্যাগের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। বলা হয় নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কট করবে ক্রিকেটাররা।
পরে আজ দুপুরে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান ক্রিকেটাররা। তার খানিক বাদে নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। গতকাল রাতেই তাকে শোকজ করেছে বিসিবি। তবু বৃহস্পতিবার বিপিএলে দিনের দুটি ম্যাচ খেলেননি ক্রিকেটাররা।