আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে আইসিসির প্রতিনিধির সঙ্গে সরাসরি বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৈঠকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন না করার কথা জানিয়েছে বিসিবি। সেই সঙ্গে নতুন এক প্রস্তাবনা দিয়েও আলোচনা করেছে বিসিবি।
শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে এই বৈঠক বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে গ্রুপ বদলের প্রস্তাবনা দিয়েছে বিসিবি। বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তরিত করার বিষয়ে আলোচনা করা হয়েছে।
আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। বিসিবির সঙ্গে বৈঠকে বসতে আইসিসির পক্ষ থেকে ঢাকায় এসেছেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনারও আসার কথা ছিল। কিন্তু প্রত্যাশিত সময়ে ভিসা না পাওয়ায় বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি তিনি।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি প্রতিনিধি দলের পক্ষে উপস্থিত ছিলেন ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। গৌরব সাক্সেনার ভিসা প্রত্যাশার চেয়ে দেরিতে পাওয়ায় তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি, তবে তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। অ্যান্ড্রু এফগ্রেভ সশরীরে বৈঠকে উপস্থিত ছিলেন।’
বিসিবি তাদের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলংকায় সরিয়ে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। দলের খেলোয়াড়, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগের কথা তুলে ধরেছে বিসিবি।
বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘বৈঠকটি অত্যন্ত গঠনমূলক, আন্তরিক এবং পেশাদার পরিবেশে সম্পন্ন হয়েছে, যেখানে সংশ্লিষ্ট সকল পক্ষ খোলামেলাভাবে আলোচনা করেছেন। অন্যান্য বিষয়ের মধ্যে, লজিস্টিক সংক্রান্ত জটিলতা সর্বনিম্ন পর্যায়ে রেখে বিষয়টি সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য কোনো গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে।’
বিষয়টি সমাধানে দুই পক্ষই আরও গঠনমূলক আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে হুট করে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে নিরাপত্তার বিষয়টি সামনে এনে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা জানায় বাংলাদেশ। তারপর থেকে বিসিবির সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছে আইসিসি। আজ অনুষ্ঠিত হলো সরাসরি বৈঠক।