Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৩:৫৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:২২

শারমিন আক্তার সুপ্তার ঝড়ো ফিফটিতে বড় স্কোর গড়েছিল আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ নারী দল। পরে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। দুই মিলিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।

রোববার (১৮ জানুয়ারী) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিং করে ১৫৯ রান তুলেছিল বাংলাদেশ নারী দল। পরে যুক্তরাষ্ট্র নারী দল গুটিয়ে গেছে ১৩৮ রানে।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ঝড়ের আভাস দিয়ে দ্রুত ফিরেছেন ৮ বলে ১৭ রান করা দিলারা আক্তার। এরপর শারমিন সুলতানাকে নিয়ে দলকে টানতে থাকেন জুইরিয়া ফেরদৌস। জুইরিয়া অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি।

বিজ্ঞাপন

২৩ বলে ১৭ রান করে ফিরেছেন। চারে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আজ ব্যর্থ। ফিরেছেন ৫ বলে ২ রান করে। তবে শারমিন সুলতানা সুপ্তা দুর্দান্ত ব্যাটিং করেছেন। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সুবহানা মুস্তারি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে বাংলাদেশ। শারমিন ৩৯ বলে ৮টি চার ১টি ছয়ে ৬৩ রান করেন। সুবহানা মুস্তারি ২৯ বলে ৩২ রান করেন।

পরে জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ৪২ রান তুলেছিল যুক্তরাষ্ট্র। তবে এরপর আর থিতু হতে পারেনি যুক্তরাষ্ট্রের মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৭ রানে থেমেছে দলটি। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রিতু মনি। রাবেয়া খান নিয়েছেন ২ উইকেট।

সারাবাংলা/এসএইচএস