ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বাংলাদেশ এই বিশ্বকাপে খেলবে কিনা তা এখনো নিশ্চিত নয়। নিরাপত্তার প্রশ্ন তুলে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। ভারতের বদলে অন্যত্র বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা চলছে আইসিসির। বর্তমানে ক্রীড়াঙ্গনের আলোচিত বিষয় এটি। এদিকে, বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস এই প্রসঙ্গে নিশ্চুপ।
বিশ্বকাপ খেলতে যাওয়া বা না যাওয়া প্রসঙ্গে কিছুই বলতে চাননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। মঙ্গলবার বিপিএলের এলিমিনেটর ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে লিটনের দল রংপুর রাইডার্সের। ম্যাচ শেষে লিটনের সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে থাকল বিশ্বকাপ নিয়ে আলোচনা। সেটা স্বাভাবিকও, কারণ টি-টোয়েন্টি দলের অধিনায়কই লিটন। কিন্তু পরিস্কার করে কিছুই বললেন না লিটন। অবশ্য নিশ্চুপ থেকেও বলেছেন অনেক কিছু!
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হলে লিটন পাল্টা প্রশ্ন করলেন, ‘আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলব?’
বিশ্বকাপ বিষয়ে আপনাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়েছি কিনা, এমন প্রশ্নে লিটনের উত্তর, ‘না’।
বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। শুধু এতটুকুই জানেন ক্রিকেটাররা। লিটন বললেন, বিশ্বকাপ খেলা বা না খেলার বিষয়টি আগে থেকে জানলে ক্রিকেটারদের জন্য সুবিধা হতো।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যদি আপনি জানতেন যে আপনার গ্রুপে কে থাকবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা সাহায্য করত। এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের…। আপনারা তো এর মধ্যেই দল জানেন যে কোন ১৫ জন যাবে। সেই ১৫ জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব। আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই অনিশ্চয়তায়। আমার মনে হয়, এই মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চিত।’