আইসিসির ভার্চুয়াল সভা শুরু হয়েছে। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। তবে সবচেয়ে আগ্রহের বিষয় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রসঙ্গ।
নিরাপত্তার কথা উল্লেখ করে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বদলে নিজেদের ম্যাচগুলো বিশ্বকাপের বিকল্প ভেন্যু শ্রীলংকায় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি। এ নিয়ে আইসিসির সঙ্গে একাধিক বৈঠক হয়েছে বিসিবির। প্রতিবারই বিসিবির তাদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসেছে আইসিসি। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সভায় পিসিভির চেয়ারম্যান মহসীন নাকভি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়াও প্রতিনিধিত্ব করছেন। আইসিসির প্রতিনিধিত্ব করছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যালস অফিসার।
বাংলাদেশ আইসিসির পূর্ন সদস্য দেশ। বাংলাদেশ বিশ্বকাপে না থাকলে সেটা বড় বিষয়। ফলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই আইসিসির। অন্য সদস্য দেশদের সঙ্গে আলোচনা করতেই হতো। সেই বৈঠকটাই হচ্ছে আজ।
এরই মধ্যে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে আইসিসিতে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ বৈঠকে অন্য বোর্ডও বাংলাদেশের পক্ষ নেওয়ার সুযোগ পাবে।