Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকালে বাংলাদেশে এসে বিকেলে বিপিএলের মাঠে উইলিয়ামসন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৬:৪৯ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৯:১১

দ্বাদশ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাটিংয়ে রাজশাহী ওয়ারিয়র্স। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আজ রাজশাহীর হয়ে খেলতে নামবেন কেন উইলিয়ামসন।

বিপিএলের শেষের অংশ খেলতে আজ সকালেই বাংলাদেশে এসে পৌঁছেছেন নিউজিল্যান্ড তারকা। কয়েক ঘণ্টা পরই নেমে গেলেন বিপিএল খেলতে।

রাজশাহী আজকের ম্যাচ জিতে যদি ফাইনালে উঠে সেক্ষেত্রে দুই ম্যাচ খেলার সুযোগ থাকবে উইলিয়ামসনের। আর রাজশাহী আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে গেলে আজই টুর্নামেন্ট শেষ রাজশাহীর সেই সঙ্গে উইলিয়ামসনের।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছিলেন উইলিয়ামসন। সেখানে তার দল প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়াতে ফ্রি ছিলেন উইলিয়ামসন। পরে কিউই তারকার সঙ্গে যোগাযোগ করে রাজশাহী।

বিজ্ঞাপন

বিপিএলের শেষ ভাগটা হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই পিচে ম্যাচগুলো হচ্ছে লো-স্কোরিং। ফলে এমন পিচে উইলিয়ামসনের মতো ক্রিকেটার প্রার্থক্য গড়ে দিতে পারেন।

রাজশাহী ওয়ারিয়ার্স একাদশ: শাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), কেন উইলিয়ামসন, মুশফিকুর রহিম, জেমি নিশাম, মেহেরব হোসেন, তানজিম হাসান সাকিব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুদা ফের্নান্দো ও মোহাম্মদ রুবেল।

সিলেট টাইটান্স একাদশ: পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, আরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, স্যাম বিলিংস, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, খালেদ আহমেদ, নাসুম আহমেদ ও সালমান ইরশাদ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর