আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যেতে রাজি না হলে বিকল্প হিসেবে অন্য দলকে অন্তর্ভুক্ত করবে আইসিসি। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি। ভারতীয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রসঙ্গ নিয়ে আইসিসির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। তাতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বিকল্প কোনো দলকে বেছে নেওয়া হবে কিনা, এই প্রসঙ্গে ভোটাভোটি হয়। ভোটাভোটিতে বেশিরভাগ সদস্য বিকল্প দল বেছে নেওয়ার বিষয়ে মত দিয়েছে।
উল্লেখ্য, নিরাপত্তার কথা উল্লেখ করে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বদলে নিজেদের ম্যাচগুলো বিশ্বকাপের বিকল্প ভেন্যু শ্রীলংকায় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি। এ নিয়ে আইসিসির সঙ্গে একাধিক বৈঠক হয়েছে বিসিবির। প্রতিবারই বিসিবির তাদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই আজ বৈঠকে বসেছিল আইসিসি। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সভায় পিসিভির চেয়ারম্যান মহসীন নাকভি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়াও প্রতিনিধিত্ব করেছেন। আইসিসির প্রতিনিধিত্ব করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যালস অফিসার।
বাংলাদেশ আইসিসির পূর্ন সদস্য দেশ। বাংলাদেশ বিশ্বকাপে না থাকলে সেটা বড় বিষয়। ফলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই আইসিসির। অন্য সদস্য দেশদের সঙ্গে আলোচনা করতেই হতো। সেই বৈঠকটাই হয়েছে আজ।