Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ বিশ্বকাপ না খেললে সেটা ভারতের জন্য বড় ব্যর্থতা: বিসিবি সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৮:১১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৪০

নিরাপত্তা শঙ্কার কথা বলে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা বলে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ আবারও নিজেদের অনড় অবস্থান জানিয়েছে বাংলাদেশ। এদিকে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, বাংলাদেশের মতো ক্রিকেট জনপ্রিয় একটা দেশ যদি বিশ্বকাপ না খেলে সেটা আয়োজক দেশ হিসেবে ভারতের বড় ব্যর্থতা হবে।

ভারতীয় উগ্রপন্থীদের দাবিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা জানায় বিসিবি। ভারতের বদলে বাংলাদেশের ম্যাচগুলো বিশ্বকাপের বিকল্প ভেন্যু শ্রীলংকায় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আসছে বিসিবি।

বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছে আইসিসি। গতকাল আইসিসির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়- বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে। ভারতে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। বিশ্বকাপ খেলা বা না খেলার বিষয়ে সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ১ দিন সময় বেঁধে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আজ বিশ্বকাপ দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অনড় অবস্থানের কথা জানিয়ে দেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।

আইসিসির এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন আমিনুল। বলেছেন, এখনো বিশ্বকাপ খেলার আশা করছে বিসিবি। বিসিবির প্রত্যাশা বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় আয়োজনের সিদ্ধান্ত নিক আইসিসি।

 আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘একটা বৈশ্বিক সংগঠন এভাবে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিতে পারে না। আমরা লড়াই চালিয় যাবো।’

বিসিবি সভাপতি বলেন, ‘ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে ২০২৮-এ, ৩২-এ ব্রিসবেন হোস্ট করছে, ৩৬-এ ভারত অলিম্পিক আয়োজনের চেষ্টা করছে, কমনওয়েলথ গেমস তারা বিড করছে। সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট প্রেমী দেশ (বাংলাদেশ) না যায়, এটা মনে হচ্ছে যে আয়োজক দেশের জন্য একটা ব্যর্থতা।’

বিশ্বকাপ খেলা আশা বাংলাদেশ ছেড়ে দিচ্ছে না বলেছেন বুলবুল, ‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাবো। আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবার আজকেও যোগাযোগ করব আরও কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে যেতে চাই না। আমরা শ্রীলংকার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে।’

বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বদল শ্রীলংকায় সরিয়ে নেওয়ার প্রসস্ত রাস্তা ছিল বলেছেন বিসিবি সভাপতি। আমিনুল ইসলাম বুলবুল ব্যাখ্যা করেছেন, ‘হাইব্রিড মডেলটা যেটা এখন হচ্ছে, আমরা সকলে বলছি যে শ্রীলঙ্কা কো-হোস্ট। শ্রীলংকা কো-হোস্ট না, শ্রীলংকা হাইব্রিড মডেলের একটা অংশ যেখানে অন্যান্য দেশের খেলাগুলো হচ্ছে। আমরা বলেছিলাম যে যেহেতু এটা হাইব্রিড মডেলেটাও হয়েছে নিরাপত্তার কারণে এবং সরকারের অনীহার কারণে, আমরা সেই লাইনেও আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি। কিন্তু তারপরও আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর