ঢাকা: সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটসাল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমান এই অভিনন্দন জানান।
তিনি বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এই দল যে ক্রীড়া নৈপুণ্য ও স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে, তা বাংলাদেশের সম্ভাবনা ও সক্ষমতারই প্রতিফলন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, নির্বাচনি প্রচারের মধ্যেই বাংলাদেশের জন্য অনুপ্রেরণাদায়ক এই সুখবরটি পেলাম। সাফ নারী ফুটসালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ নারী ফুটসাল দল ইতিহাস গড়েছে।
তারেক রহমান বলেন, এই সাফল্য প্রমাণ করে যে সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও সঠিক মনোবল ও প্রতিভা থাকলে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব। বাংলাদেশ নারী ফুটসাল দলকে আরও যত্ন নেওয়া, পৃষ্ঠপোষকতা করা এবং ক্ষমতায়নের মাধ্যমে এগিয়ে নেওয়াই ভবিষ্যৎ পরিকল্পনার মূল লক্ষ্য হওয়া উচিত।
তিনি আশা প্রকাশ করে বলেন, যথাযথ সহায়তা ও সুযোগ পেলে এই খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব ও সম্ভাবনাকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে সক্ষম হবে।
উল্লেখ, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মালদ্বীপকে হারিয়ে প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ। রোববার (২৫ জানুয়ারি) থাইল্যান্ডে রাউন্ড রবিন লিগে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে বাংলাদেশের হাতে উঠে চ্যাম্পিয়নের ট্রফি।
অধিনায়ক সাবিনা খাতুন হ্যাটট্রিকসহ দুর্দান্ত পারফরম্যান্সে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ১৪-২ গোলের বড় জয় তুলে নিয়ে প্রথম সাফ নারী ফুটসাল শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।