নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি সেই দাবি না মেনে বাংলাদেশের বদলে বিশ্বকাপে স্কটল্যান্ডকে নিয়েছে। বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে উল্লেখ করে এই সিদ্ধান্তের সমালোচনা করে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখানোর কথা ভাবছে পিসিবি।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, বাংলাদেশকে সমর্থন জানাতে বিশ্বকাপ না খেলার বিষয়টিও নতুন করে ভাবছে বিসিবি।
বিশ্বকাপ খেলা বা না খেলার প্রসঙ্গ নিয়ে ইতোমধ্যে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন নাকভি। এই বৈঠকের পরই বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানাবে পাকিস্তান বলে ধারনা করা হচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনা বলা হয়েছে- সম্ভাব্য তিনটি সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান। বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। অথবা গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিতে পারে পাকরা। অথবা বিশ্বকাপের প্রতি ম্যাচের জয় বাংলাদেশকে উৎসর্গ করা হবে, এমন সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে, পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে বৈঠকে পাকিস্তানের বিশ্বকাপ দলের সদস্যরা জানিয়ে এসেছেন যে, বিষয়টি নিয়ে পিসিবি এবং সরকার যে সিদ্ধান্ত নিবেন ক্রিকেটাররা তাতেই সম্মত। ফলে আজকে মহসিন নাকভি ও শেহবাজ শরিফের বৈঠকটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
উল্লেখ্য, নিরাপত্তার শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানালে পরে আইসিসির বৈঠকে বিষয়টি নিয়ে ভোটাভোটি হয়েছে। তাতে বাংলাদেশের দাবির পক্ষে ভোট দিয়েছিল পাকিস্তান।