আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার অনুমোদন পাচ্ছেন না বাংলাদেশি সাংবাদিকরা। বিশ্বকাপ কাভার করার জন্য বাংলাদেশের প্রায় দেড়শ জন ক্রীড়া সাংবাদিক আবেদন করেছিলেন। কিন্তু সকলের আবেদনই প্রত্যাখ্যান করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়ার দাবি জানালেও সেদিকে কর্ণপাত করেনি আইসিসি। বাংলাদেশের বদলে বিশ্বকাপে স্কটল্যান্ডকে ডেকেছে আইসিসি। এসব নিয়ে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে তখন বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার সুযোগও দিল না আইসিসি।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপ হচ্ছে ভারত এবং শ্রীলংকায়। ভারতে সমস্যা হলেও শ্রীলংকার ম্যাচগুলো কাভার করতে কেন দেওয়া হলো না সেটা নিয়ে প্রশ্ন সর্ব মহলে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, ‘আমি যতটুকু জানি, সব বাংলাদেশি সাংবাদিকের আবেদনই প্রত্যাখ্যান করা হয়েছে। প্রায় ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক আবেদন করেছিলেন, কিন্তু কেউ অ্যাক্রিডিটেশন পাননি।’
বাংলাদেশ আইসিসি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৯৯৯ সাল থেকে। কিন্তু বাংলাদেশি সাংবাদিকরা আইসিসির ইভেন্ট কাভার করে আসছেন তারও অনেক বছর আগে থেকে। কিন্তু এমন ঘটনা অতীতে কখনোই ঘটেনি বলে জানাচ্ছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিকরা।
এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় ও বিসিবির মাধ্যমে আইসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে শোনা যাচ্ছে।