Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপ্ন পূরণের নতুন স্বপ্ন যাত্রা


২৩ আগস্ট ২০১৮ ১৯:৫১

।।স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: এশিয়ান গেমসের নক আউট পর্বে পা রেখে বাংলাদেশ ফুটবল নতুন ইতিহাসে পা রেখেছে। এবার স্বপ্নটা বড় করার পালা। সত্যি করার পালা। সেই স্বপ্নে বড় বাধা উত্তর কোরিয়া। প্রথমবারের মতো কোয়ার্টারে যেতে হলে লাল-সবুজদের হারাতে হবে এ দেশকে। তাহলেই ইতিহাসের পাতায় ঢুকে যাবে দেশের নাম।

সর্বপ্রথম ১৯৭৯ সালে প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিয়েছিল দেশের ফুটবল দল। তারপর কেটে গেছে ৪০টি বছর। প্রথমবারে সেই বাধা পেরুতে পেরেছে দেশের ফুটবল।
এবার কোরিয়াকে হারিয়ে বাংলাদেশ কি পারবে কোয়ার্টারে যেতে?

বিজ্ঞাপন

জেমি ডে’র শিষ্যরা ২৪ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা সাতটায় ইন্দোনেশিয়ার ওয়াইবাওয়া মুক্তি স্টেডিয়ামে শেষ আটে যাওয়ার লড়াইয়ে নামবে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে উজবেকিস্তানের বিপক্ষে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় লাল-সবুজরা। এগিয়ে থেকেও থাইল্যান্ডের বিপক্ষে জেতা হয়নি জামালদের। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। কাতারের বিপক্ষে ‍দুর্দান্ত খেলা বাংলাদেশ ম্যাচের যোগ করা সময়ে জামাল ভূঁইয়ার দুর্দান্ত গোলে ইতিহাস রচনা করে লাল-সবুজরা।

১৯৬৬ এবং ২০১০ সালে বিশ্বকাপ খেলা উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া এবং বাংলাদেশ জাতীয় দল এর আগে একবারই পরস্পরের মুখোমুখি হয়েছে। ১৯৮০ সালে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের বিপক্ষে জয় পায় কোরিয়া। বাফুফের বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিন এবং বর্তমানে সালাউদ্দিনের প্রবল প্রতিপক্ষ (এক সময়ের মিত্র) আশরাফ উদ্দিন চুন্নু সেদিন গোল করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। কোরিয়ার কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দীর্ঘ ৩৮ বছর পর পুরনো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে আবার নামার অপেক্ষায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌছাতে পারবে বাংলাদেশ?

সারাবাংলা/জেএইচ

এশিয়ান গেমস ২০১৮ বাংলাদেশ ফুটবল দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর