মিরাজই মাশরাফির ফাইনালের ‘চমক’
২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
আগের দিনই মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলনে আভাস দিয়েছিলেন, উদ্বোধনী জুটিতে একটা চমক থাকতে পারে। সেই চমকজটা যে এমন হবে কে ভেবেছিল? লিটন দাসের সঙ্গে আজ উদ্বোধনী জুটিতে নামলেন মেহেদী হাসান মিরাজ।
অনূর্ধ্ব ১৯ দলের হয়ে টপ অর্ডারে ব্যাট করলেও ওপেন করতেন না মিরাজ। আন্তর্জাতিক অভিষেকের পর মূলত লোয়ার অর্ডারেই ব্যাট করতে হয়েছে। এই এশিয়া কাপেও ব্যাট করেছেন আট বা নয়ে। ভারতের সঙ্গে আগের ম্যাচে নয়ে নেমে খেলেছেন ৪২ রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারেও শেষের দিকেই নামতে হয়েছে তাকে। শুধু একবার নামতে পেরেছিলেন ছয়ে। এ বছর শ্রীলঙ্কার সঙ্গে মিরপুরে ছয়ে নেমে খেলেছিলেন ৩৮ রানের ইনিংস।
মিরাজ শুরুতেই নামায় সৌম্য চলে যাচ্ছেন আরও পেছনে। একজন ব্যাটসম্যান কম নিয়ে আজ নেমেছে বাংলাদেশ, মিরাজকে নামিয়ে দিয়ে ব্যাটিং গভীরতা বাড়ানোর সম্ভবত একটা চেষ্টাই করেছেন মাশরাফি। সেই ফাটকায় কাজ হবে তো?
সারাবাংলা/এএম/এসএন