মিয়ানমারের কাছে হার দিয়ে শুরু সাবিনাদের
৮ নভেম্বর ২০১৮ ২০:০২
।। স্পোর্টস ডেস্ক ।।
২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসের নারী ফুটবলের বাছাইপর্বের প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। তবে বৃহস্পতিবার (৮ নভেম্বর) আয়োজক দেশ মিয়ানমারের কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হারল সাবিনা-মারিয়ারা।
বয়সের কোন সীমা নেই। তাই সিনিয়র দল নিয়েই মাঠে নেমেছে দু’দল। বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী ইয়াংগুনের থুয়ুন্না স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কোন গোল পায়নি সাবিনা-মারিয়ারা। উল্টো বাংলাদেশের জালে আরো তিন গোল দেয় মিয়ানমারের মেয়েরা।
আগামী ১১ নভেম্বর ভারতের বিপক্ষে বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। আর শেষ ম্যাচ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে। মিয়ানমারের রাজধানী ইয়াংগুনের থুয়ুন্না স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। তবে প্রতিপক্ষ হিসেবে তিন দলই শক্ত প্রতিপক্ষ।
চার গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়নসহ দুই সেরা রানার্স আপ দল দ্বিতীয় পর্বের টিকিট পাবে। আগামী বছরের এপ্রিলে চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও থাইল্যান্ডের সঙ্গে যোগ দিবে বাছাইপর্ব থেকে সুযোগ পাওয়া দলগুলো।
সারাবাংলা/এসএন