Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টস হেরে ব্যাটিংয়ে রংপুর


৫ জানুয়ারি ২০১৯ ১২:০৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা উঠছে আর কিছুক্ষণ পর। উদ্ভোধনী ম্যাচে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

শুক্রবার (৪ জানুয়ারি) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, প্রথম ম্যাচটি জয় দিয়েই শুরু করতে চান তিনি। আবার এই ম্যাচে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন চিটাগাং দলের অধিনায়ক মুশফিকও। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর চিটাগং দলের হয়ে ফিরছেন মোহাম্মদ আশরাফুল।

রংপুর রাইডার্স দলে আছেন যারা:

দেশি: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, ফারদীন হোসেন অনিক।

বিদেশি: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), আলেক্স হেলস (ইংল্যান্ড), রবি বোপারা (ইংল্যান্ড), রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), বেনি হাওয়েল (ইংল্যান্ড), ওশান টমাস (ওয়েস্ট ইন্ডিজ)।

চিটাগং ভাইকিংস দলে আছেন যারা:

দেশি: মুশফিকুর রহিম (অধিনায়ক), সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম।

বিদেশি: লুক রঙ্কি (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), রব্বি ফ্রাইলিঙ্ক (দক্ষিণ আফ্রিকা), ক্যামেরন দেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।

বিজ্ঞাপন

বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে র‌্যাবিটহোলবিডি

এছাড়া ইউটিউবে র‍্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট চ্যানেল, র‍্যাবিটহোল অ্যাপ এবং ওয়েবসাইট র‍্যাবিটহোল প্রাইমে

ইংরেজিতে ধারাভাষ্য শোনা গেলেও র‍্যাবিটহোলবিডি স্পোর্টস চ্যানেলে চলবে বাংলা ভাষায় ধারাভাষ্য।

অপরদিকে, দেশের সব এলাকা থেকেই এই চারটি প্ল্যাটফর্মে বিপিএলের ম্যাচগুলো লাইভ দেখা যাবে। এছাড়া প্রবাসী দর্শকদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। নির্ধারিত কিছু দেশ থেকে প্রবাসী দর্শকেরা ম্যাচগুলো উপভোগ করতে পারবেন ইউটিউবের এক বিশেষ লাইভ লিংকে! শুধু ম্যাচই নয়, এর বাইরে ক্রিকেট ভক্তদের দেশের নানা প্রান্তের আঞ্চলিক ভাষায় জমজমাট আড্ডার আয়োজন ‘ক্রিকেট তক্ক’ দেখা যাবে জিটিভি ও ইউটিউবে র‍্যাবিটহোলবিডির আরেকটি চ্যানেল ‘র‍্যাবিটহোল টিভি শো’ (লিংক– https://goo.gl/gqk8UV)

এছাড়াও র‍্যাবিটহোলবিডি স্পোর্টস চ্যানেলে পাওয়া যাবে, প্রতিদিনের খেলা শেষে প্রতিটি ম্যাচের তাৎক্ষণিক আপডেট, ফুল

হাইলাইটস, ব্যাটিং ও বোলিং রেকর্ড, ম্যাচজয়ী ইনিংস, ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন সহ সবধরনের এক্সক্লুসিভ কন্টেন্ট।

এক নজরে দেখে আসা যাক বিপিএলের ম্যাচগুলো লাইভ দেখা যাবে কোন কোন লিংকে:

বিপিএলের সবগুলো ম্যাচ ও হাইলাইটস দেখতে চোখ রাখুন Rabbithole Sports চ্যানেলে –
https://goo.gl/3CtJFc

বাংলাদেশের যে কোন জায়গা থেকে মূল ধারাভাষ্যে শুনতে ক্লিক করুন:
https://goo.gl/a7HMYi

বাংলায় শুনতে ক্লিক করুন:
https://goo.gl/1JYxLn

বাংলাদেশের বাইরে নির্দিষ্ট জায়গা থেকে প্রবাসী বাঙ্গালীরা দেখতে ক্লিক করুন:
http://y2u.be/xi3uJ1CDYWk (Outside Bangladesh)

সারাবাংলা/এমআরএফ/এসএন

চিটাগং ভাইকিংস বিপিএল ২০১৯ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর