Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঈশ্বরই জানেন মিরপুরের উইকেটে কী হবে’


৫ জানুয়ারি ২০১৯ ১৭:৫২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

স্কোরকার্ডেই স্পস্ট মিরপুরের উইকেটের কী হাল। টস হেরে ব্যাটিংয়ে নামা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স গুটিয়ে গেল ৯৮ রানে। চার-ছক্কার ধুম-ধারাক্কার টুর্নামেন্টে ১’শ রানের গল্পও রচিত হলে না! আর এমন লো-স্কোরিং ম্যাচেই কীনা জয় তুলে নিতে চিটাগং ভাইকিংসকে বিস্তর কাঠখড়ি পোড়াতে হলো! নিদারুণ মন্থর উইকেটে জয়ের জন্য ৯৯ রান তুলতে বিসর্জন দিতে হলো ৭ ব্যাটসম্যানকে। খেলতে হলো ২০ ওভারের প্রথম বলটি পর্যন্ত।

বিজ্ঞাপন

রহস্যে ভরা উইকেট বুঝে উঠতে পারেননি উদ্বোধনী ম্যাচের দু’দলের কেউই। সামনের দিনগুলোতে উইকেটে আরো কত রহস্য অপেক্ষা করছে সেটা ভেবে শঙ্কিত রংপুর অলরাউন্ডার রবি বোপারা। একমাত্র ঈশ্বর ছাড়া নাকি আর কেউই এই উইকেটের রহস্য ভেদ করতে পারবেন না।

শনিবার (৫ জানুয়ারি) বিপিএলের উদ্বোধনী ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি এমন বিস্ময় প্রকাশ করেন।

বোপারা বলেন, ‘ঈশ্বরই জানেন মিরপুরে কী হবে। এখানকার উইকেট আগে থেকে বুঝা যায় না। তবে আমরা নিশ্চিত সিলেট ও চট্টগ্রামে রান বেশি হবে। ওখানে আপনারা ১৭০-২০০ রানের ম্যাচও দেখবেন। এখানে (মিরপুর) সর্বোচ্চ ১৫০ রানের।’

বলার অপেক্ষা রাখছে না উদ্বোধনী ম্যাচটি হেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা রানের আফসোসে পুড়ছেন। দলের যে সংগ্রহ তাতে আর মাত্র ৩০টি রান এলে রাইডার্সদের ম্যাচের গল্প ভিন্ন হতে পারতো বলে বিশ্বাস করেন রবি।

‘আমার ধারণা এই উইকেটে আমরা আরো রান করতে পারতাম। ১৩০ রানই এখানে চ্যালেঞ্জিং স্কোর। উইকেট এতটাই কঠিন যে শটস খেলা মোটেও সহজ ছিলো না।’

তবে গেইল ও ডি ভিলিয়ার্স দলে যোগ দিলে আর ভাবতে হবে না বলে জানিয়ে রাখলেন এই ইংলিশ অলরাউন্ডার। উইকেট যেমনই হোক তারা মাঠে নামলে বোলারদের ভাগ্যে কী আছে সেটা ভেবেও শঙ্কিত তিনি।

বিজ্ঞাপন

‘গেইল ও ভিলিয়ার্সের মতো বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ যে কোন প্রতিপক্ষের জন্যই ভীতির কারণ। ৬ ম্যাচ পরেই ভিলিয়ার্স আসবেন। এটা আমাদের জন্য দারুণ সংবাদ। সে পরের রাউন্ড থেকে সিলেট ও চট্টগ্রামে খেলবে। তবে তারা যেদিন খেলবে বোলারদের ভাগ্যে কী আছে বলা মুশকিল। তাদের জন্য শুভকামনা। ’

সারাবাংলা/এমআরএফ/এসএন

বিপিএল ২০১৯ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর